খুলনার দিঘলিয়া উপজেলার পথেরবাজারসহ বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের প্রচার করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারি। গতকাল বুধবার বিকালে এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোল্যা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে এম এ রিয়াজ কচি, খায়রুল ইসলাম, ফারহানা হালিম, শামসুন্নাহার, আজগর বিশ্বাস তারা, সরদার আবুল কাশেম ডাবলু, মানিকুজ্জামান অশোক, এস এম গোলাম রহমান, আলী রেজা বাচা, মোল্যা ফিরোজ হোসেন, লোকমান হোসেন, সাহেব আলী, ডা আশরাফ, খান আনিছুর রহমান, রায়হান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাখাওত হোসেন, রুহুল আমিন, মাইন্লু ইসলাম জুয়েল, হাফিজুর রহমান, আশরাফ খামারি, মোঃ মঞ্জুর হোসেন, শাহ আলাম, আশরাফ মোল্যা, বাবুল ফকির, মিজান হাওলাদার, ইদ্রিস হাজি, যুবায়ের হোসেন, আলম বিশ্বাস, মোঃ ডালিম, গাজি আলম, মাস্টার কওছার, আব্দুর রহমান, জুলফিকার, মোঃ মঈনুল ইসলাম মইন, রনি খান, দেলোয়ার খান, বিকাশ দাশ, তারক, দিলিপ, তাপস, রাসেল, সোহেল বিশ্বাস, নিলয় গাজি, হামিম প্রমুখ।