বেসরকারি টেলিভিশন আরটিভির স্টাফ রিপোর্টার অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
রাজধানীর রাজারবাগ দরবার শরিফের কিছু ব্যক্তির বিরুদ্ধে সারা দেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ নিয়ে প্রতিবেদন করেন অধরা ইয়াসমিন। এর জেরেই অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৪, ২৫ ও ২৯ ধারায় মামলাটি করা হয়।অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। তারা মিথ্যা, ষড়যন্ত্রমূলক এই মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে।