আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা মহানগর যুবলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ ১৩ জুলাই বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা হাট, জাবুসা স্কুল বাজার, জাবুসা চৌরাস্তা বাজার, টিএসবি ইউনিয়নের খুদির বটতলা সিএসএস হাসপাতাল মোড়সহ উপজেলার বিভিন্ন স্থানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা’র সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে গণসংযোগ ও পথসভায় উন্নয়ন কর্মযজ্ঞের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ ও পথসভায় এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ নেতা আঃ গফফার শেখ,আলমগীর মল্লিক,নাসির হোসেন সজল, প্রভাষক মনিশংকর নাগ,জিয়াউল আহসান লিপন, মাহাবুব উল আলম,তিলক ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামরুল ইসলাম,জাবুসা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি,রুপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু,আবু সাঈদ,আব্দুল হক,যুবলীগ নেতা মোল্লা কামরুল ইসলাম,ফরিদ শেখ, মাহির হোসেন,আশিক হাসান লিখন,রাসেল সৈকত,গৌতম সাহা,শাহরিয়ার হোসেন মানিক,অশিকার রহমান, গিয়াস উদ্দিন,জাহাঙ্গীর কবির,মিলন মোড়ল,কৃষক লীগ নেতা আজিজুল মোল্লা, আঃ আজিজ,আঃ রহিম মিনা,রবি ব্যাপারী,শ্রমিকলীগ নেতা শ্রমিকলীগ নেতা মুজাহিদুল ইসলাম,হাসান আলী,জাফর সরদার,মিহির শিকদার,জনি খান,শরিফুল ইসলাম, আহাত কালু,জাফর সরদার,ছাত্রলীগ নেতা, আসাদুজ্জামান বাবু, জব্বার আলি হীরা,জহির আব্বাস,মেহেদী হাসান,আজিজুল শিকদার, সাইফুল ইসলামসহ তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।