নির্দলীয় সরকার বা সংসদ বিলুপ্তি কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ—এর কোনোটিই মানবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি বলছে, সংবিধানের বাইরে একচুলও নড়বে না তারা। সংবিধান মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। একই সঙ্গে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকার কথা আবারও জোরালোভাবে বলেছেন দলটির নেতারা।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকায় ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’পূর্ব সমাবেশে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যে ঘুরেফিরে এসব বিষয় এসেছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই শোভাযাত্রার আয়োজন করে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোভাযাত্রা করা হয়। এতে হাজারো নেতা-কর্মী অংশ নেন।
এত দিন বিএনপির আন্দোলন কর্মসূচির পাল্টা হিসেবে ‘শান্তি সমাবেশ’ করে আসছিল আওয়ামী লীগ। গতকাল ছিল বিএনপির পদযাত্রা। এর বিপরীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন শুরু করেছে ক্ষমতাসীন দলটি। আজ বুধবারও ঢাকায় বিএনপির পদযাত্রার বিপরীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা রয়েছে।