সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার পি ডব্লিউ ডি স্কুলের শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের পরিবারসহ বসবাস  দৈনিক খুলনা টাইমস এখন ৬ষ্ঠ বর্ষে খুলনা ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনার সবজির বাজারে দামে স্বস্তি;কমেছে গোশ ও মাছের দাম  নির্বাচনের ট্রেন চলছে, কেউ থামাতে পারবে না : ওবায়দুল কাদের শেখ হাসিনা আমাকে এমপি না, জনতার সেবা করতে পাঠিয়েছেন : এস এম কামাল হোসেন ডলারের দাম আরও কমলো খুলনায় কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিশ্বব্যাপী নিরাপদ ভবিষ্যৎ প্রজন্মের দাবিতে মানববন্ধন ও প্রতিকী প্রদর্শন খুলনা—১ আসন: জনগণের জন্য কাজ করতে চান সাবেক এমপি ননী গোপাল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এর খুলনা সফরসূচি

খুলনা জেলা আইনজীবি সমিতির প্রেস বিজ্ঞপ্তি

রিপোর্টার
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১১১ পড়েছেন

খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড: আলমগীর বিশ্বাস এবং এ্যাড: শেখ মো: লুৎফুল কবীর নওরোজকে নৃশংস ভাবে হত্যা করা হয়। এতদুপলক্ষে অদ্য ইং২০/০৭/২০২৩ তারিখ সকাল ৯.৩০ ঘটিকায় আইনজীবী সমিতির মূল ফটকের সামনে মানববন্ধন এবং দুপুর ১২.৩০ ঘটিকায় আইনজীবী সমিতির বঙ্গবন্ধু ভবন ১ নং হল রুমে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সকল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ্যাড: মো: সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সমিতির সাধারন সম্পাদক এ্যাড: এস,এম, তারিক মাহমুদ তারা। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন এড: বজলার রহমান, এড: কাজী বাদশা মিয়া, এড: আইয়ুব আলী শেখ (জিপি), এড: এনামুল হক (জেলা পিপি), এড: কে,এম ইকবাল হোসেন (মহানগর পিপি), এড: আ:মালেক, এড: আব্দুল লতিফ, এড: বিজন কৃষ্ণ মন্ডল, এড: সেলিম আল আজাদ, এড: মিনা মিজানুর রহমান, এড: কে,এম মিজানুর রহমান, এড: সমর চন্দ্র মন্ডল, এড: হারুনুর রশিদ, এড: অলোকানন্দা দাস, এড: এম,এম সাজ্জাদ আলী, এড: জি,এম আমানউল্লাহ, এড: ইয়াসমিন নাহার, এড: দীপক কুমার হুই, এড: তৌহিদুর রহমান তুষার, এড: সফিউল আলম সুজন, এড: সুলতানা রহমান শিল্পি, এড:মোল্লা আবেদ হোসেন, এড: কমলেশ কুমার সানা, এড: আব্দুল জলিল, এড: আশরাফ আলী পাপ্পু, এড: মো: লুৎফুরজ্জামান, এড: তমাল কান্তি ঘোষ, এড: শ্যামল কান্তি বর্মন, এড: শাহানুর পারভেজ, এড: নজরুল ইসলাম, এড: সোহেল পারভেজ, এড: শামীম আহমেদ পলাশ, এড: রফিকুজ্জামান, এড: গাজী রাজু আহমেদ, এড: আসাদুজ্জামান গাজী মিল্টন, এড: কাজী সাইফুল ইমরান, এড: এস,এম আশরাফুল ইসলাম রাজু, এড: আইয়ুব আলী, এড: কৃষ্ণ কুমার দত্ত, এড: আনোয়ারা মমতাজ আন্না, এড: সেলিনা আক্তার পিয়া, এড: জেসমিন পারভিন জলি, এড: সাহারা ইরানী পিয়া, এড: শাহানারা ফেরদৌস, এড: খোরশেদ আলম, এড: তাপস রাহা, এড: উল্লাস কর বৈরাগী, এড: নারায়ন চন্দ্র, এড: মো: মনিরুজ্জামান, এড: মল্লিক আল হেলাল, এড: মোরশেদ মঞ্জুর, এড: রথীন্দ্রনাথ সরদার, এড: অশোক গোলদার, এড: আলী ইমরান, এড: আবুল হাসেম ডাবলু, এড: সাদিক মাহমুদ সাদ, এড: ফিরোজ আহমেদ, এড: সঞ্জয় পাল, এড:শিউলি সেরনিয়াবাত, এড:সজীব বৈরাগী, এড:আজমল হোসেন, এড: শেখর ঢালী, এড: মনোরঞ্জন মন্ডল, এড: এমদাদুল হক, এড: মেহেদী হাসান, এড: ওমর ফারুক রনি, এড: আব্দুস সাত্তার, এড:মনিনুর ইসলাম মনির, এড: তুষার, এড: রেহেনা চৌধুরী, এড: নুরুননাহার লাকী, এড:খাদিজা আক্তার টুলু, এড: নওশিন রহমান বর্ষা, এড: ফাল্গুনী ইয়াসমিন মিতা, এড: পলাশী মজুমদার, এড: তামিমা লতিফ স্নিগ্ধা, এড: লিপি, এড: নাজিয়া বন্না, এড: নাজরিন জেসমিন, এড: রোমানা তানহা, এড: রোজলিন, এড: পামোলি কাদের, এড: সুষ্মিতা সাহা, এড:পূজা দে, এড: রোজিনা আক্তার, এড: ছাবিরা সুলতানা, এড: শিরিন আক্তার পপি, এড: শিরিন সুলতানা, এড: হোসনেআরা, এড: শাম্মী আক্তার, এড: মোসা: রিমা খাতুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরবতী কর্মসূচী:আগামী ইং২৩/০৭/২০২৩ তারিখ রবিবার দুপুর ১২.১৫ মি: এর সময় পুলিশ সুপার কার্যালয়ে স্মারক লিপি প্রদান এবং দুপুর ১২.৩০ মি: এর সময় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu