• E-paper
  • English Version
  • শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

×

সুন্দরবন পশ্চিম বিভাগের অভিযানে চিংড়ী মাছসহ অন্যান্য সামগ্রী জব্দ

  • প্রকাশিত সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২০৫ পড়েছেন

সুন্দরবন পশ্চিম বিভাগের অভিযানে বিপুল পরিমান চিংড়ী মাছসহ অন্যান্য সামগ্রী জব্দ।  এ অভিযান পরিচালনা করেন সুন্দরবন পশ্চিম বিভাগের অভিযানকারী কর্মকর্তরা। রবিবার এক অভিযানে এসকল জিনিসপত্র জব্দ করে বনরক্ষীরা।

সংশ্লিষ্ট বন বিভাগ সূত্রে জানা যায়,  কালাবগী ষ্টেশন কর্মকর্তা আব্দুল হাকিমের নেতৃত্বে বনরক্ষিরা সুন্দরবনের পশুর নদীর বাইন এলাকায় এক অভিযান পরিচালনা করে। রবিবার সন্ধ্যায় পরিচালিত অভিযানের বিষয় আচ করতে পেরে অবৈধ মৎস্য জীবিরা বনের গহীনে চলে যায়। এ সময় ঘটনাস্থলে থেকে ১৭ বস্তা শুকনো চিংড়ী মাছসহ ২ টি ডিঙ্গি নৌকা, ৪ খানা বৈঠা, ৪ টি পানির ড্রাম ও ২ টি লিটার জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার আওয়াতায়েআনা হয় বলে কালাবগী ষ্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম তথ্য নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA