• E-paper
  • English Version
  • শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

×

এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির নিষেধাজ্ঞা

  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১১১ পড়েছেন

খুলনা মেট্রোপলিটন এলাকায় এইচএসসি, আলিম ও এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বৃহস্পতিবার,১৭ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা পরীক্ষাকে কেন্দ্র এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পরীক্ষার দিন সকাল ৮টা থেকে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কোনো প্রকার লাউড স্পিকার বা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করা যাবে না।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে খুলনা মেট্রোপলিটন পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA