বিজ্ঞপ্তি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে আড়ম্বরপূর্ণ কর্মসূচির বদলে দেশ নেত্রীর সুস্থতা কামনা করে আজ (১৬ আগস্ট) বুধবার বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে খুলনা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে মহানগর, ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।