রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনার সবজির বাজারে দামে স্বস্তি;কমেছে গোশ ও মাছের দাম  নির্বাচনের ট্রেন চলছে, কেউ থামাতে পারবে না : ওবায়দুল কাদের শেখ হাসিনা আমাকে এমপি না, জনতার সেবা করতে পাঠিয়েছেন : এস এম কামাল হোসেন ডলারের দাম আরও কমলো খুলনায় কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিশ্বব্যাপী নিরাপদ ভবিষ্যৎ প্রজন্মের দাবিতে মানববন্ধন ও প্রতিকী প্রদর্শন খুলনা—১ আসন: জনগণের জন্য কাজ করতে চান সাবেক এমপি ননী গোপাল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এর খুলনা সফরসূচি বিএনপি নেতার ভাইয়ের ইন্তেকালে শোক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নোবেল

সোনাডাঙ্গা থানা পুলিশের অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১ পড়েছেন

খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ  ৪টি অস্ত্র ও ৩৫ রাউন্ড গুলিসহ অস্ত্র বিক্রেতা শরিফুল ইসলাম সোহাগকে আটক করেছে। নগরীর শেখপাড়া বাজার এলাকায় তার নিজের এলপিজি গ্যাসের ব্যবসা প্রতিষ্ঠান আছে। মূলত এই ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে তিনি দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে এই অভিযান চালায় কেএমপি পুলিশ।

আটক শরিফুল নগরীর ২৫/৩, বি কে রায় রোড বাইলেলের মো. শহিদুল ইসলাম সাগরের ছেলে। তিনি ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। ওয়ার্ডটির গত কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলেন তিনি। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মো. লিটনের কাছে পরাজিত হন তিনি। বাবার পক্ষে এলাকায় প্রচারণায় অংশ নিয়েছিলেন শরিফুল ইসলাম সোহাগ।

অপরদিকে ব্যাপক অস্ত্র মজুদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতারা। তারা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

অস্ত্র উদ্ধারের বিষয় সম্পর্কে বিস্তারিত জানাতে শুক্রবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক সোনাডাঙ্গা থানায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ ডালমিল মোড় সংলগ্ন বি কে রায় রোড বাইলেনের বাড়ি থেকে শরিফুল ইসলাম সোহাগকে আটক করে। ওই বাড়ির একটি কক্ষের খাটের নিচ থেকে সোহাগ একটি রিভলবার, ৭ রাউন্ড গুলি ও দুটি কার্তুজ বের করে দেয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শেখপাড়া এলাকায় তার মার্কেটের পূর্ব পাশের গোডাউন ঘরের ফাইল কেবিনেট থেকে একটি পিস্তল, পিস্তলের ৪টি ম্যাগজিন, পিস্তলের ২৩ রাউন্ড গুলি, ২ টি ওয়ান শুটারগান ও এসএলআর-এর ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক সোহাগ অস্ত্র কোথা থেকে এনেছে, এর সঙ্গে কে কে জড়িত আছে, কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

এদিকে হঠাৎ করে খুলনায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধিতে এবং শাসকদলের নেতার পুত্র অবৈধ একাধিক অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। তারা বলেছেন, বিএনপি যখন সরকারি বিরোধী যুগপৎ একদফা আন্দোলন করছে তখন এ ধরনের অস্ত্রেও মজুত সরকার বিরোধীদের মাঝে আতঙ্ক ছড়ানো ও আইন-শৃঙ্খলার অবনতির ইঙ্গিত বহন করে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,  বি কে রায় রোড বাইলেনের বাসিন্দ অস্ত্র ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহাগকে  পুলিশ গ্রেপ্তার করেছেন। শরিফুল ইসলাম সোহাগ নগরীর ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম সাগরের পুত্র। শাসক দলের ছত্রছায়ায় শেখপাড়াস্থ পিতার এলপিজি গ্যাস ব্যবসার আড়ালে সে (সাগর) দীর্ঘদিন যাবত এ ধরণের অবৈধ অস্ত্রের ব্যবসা করছিলেন বলে জানা গেছে।

অনতিবিলম্বে গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করত: উদ্ধারকৃত অস্ত্র তিনি কোথা থেকে এনেছে এবং এর পিছনে কারা জড়িত তার রহস্য উদঘাটনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। একইসাথে অস্ত্র কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিলো এবং এর পেছনে জড়িত কারা, সে সংক্রান্ত তথ্য উদঘাটন করে নগরবাসিকে অবহিত করার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu