রূপসায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মহানগর যুবলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ ৯ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে রূপসাঘাট বাস স্ট্যান্ড,শহীদ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন সড়ক সহ উপজেলার বিভিন্ন স্থানে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করে গণসংযোগ ও মতবিনিময় করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন,
খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য অমিয় অধিকারী, আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক,খুলনা জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজিজুল হক কাজল,রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু,রূপসা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক এস এম এ তাহের,সাবেক যুবলীগ নেতা নাসির হোসেন সজল,মাহবুব উল আলম,মৃন্ময় ধর শিপন,জিয়াউল আহসান লিপন,কামরুজ্জামান কামু,কৃষক লীগ নেতা মাহির শেখ,যুবলীগ নেতা প্রদীপ বিশ্বাস,মোল্লা কামরুল ইসলাম,সাঈদুর রহমান ছগির,ইলিয়াস হোসেন লাবু,আশিক আহসান লিখন,আবু আহাদ হাফিজ বাবু,জামাল ফকির,শাহরিয়ার হোসেন মানিক,বাদল মোল্যা,শুভঙ্কর রায়,অসিত কুমার পাত্র,পিন্টু মল্লিক, আব্দুর রহিম মিনা, রঞ্জু হালদার,মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান বাবু,জব্বার আলী হীরা,জহির আব্বাস,মোঃ হেলাল,যুবলীগ নেতা শামীম শেখ,আলামিন শেখ,সোহেল রানা,শাহাদাত ব্যাপারী,শাহনেওয়াজ হোসেন মিলন,জনি খান,শরিফুল ইসলাম,মঈন উদ্দিন মোহন, শাহাবুদ্দিন খান শুভ, ইউসুফ শেখ,আঃ আজিজ শেখ,হাসান আলী,শেখ শামীম,ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন,মাসুম শেখ,সাইফুল ইসলাম,আববার বিশ্বাস সহ তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।