সাধারণ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ, রেজিঃ নং বি-২১৩৯) খুলনা ও সাতক্ষীরা আঞ্চলিক কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারের আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এমপ্লয়ীজ ইউনিয়ন (পিডিবিএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি তাপস কান্তি চন্দ্র।
প্রধান বক্তার বক্তৃতা করেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর সাধারণ সম্পাদক মোঃ. নজরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন পিডিবিএফ এমপ্লয়ীজ ইউনিয়ন খুলনা অঞ্চলের সভাপতি মোঃ মিলন মোল্লা। পিডিবিএফ এমপ্লয়ীজ ইউনিয়ন সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ বিল্লাল হোসেন ও মো. কামরুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-পিডিবিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ কামরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, খুলনা জেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ও সাবেক ছাত্রনেতা শেখ রেজাউল করিম রেজা, পিডিবিএফ সিবিএ-২১৩৯ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ বিল্লালুর রহমান, শ্রমিকনেতা হরিদাশ মজুমদার, মিনা পারভীন, হামিদা পারভীন, বিলকিস পারভীন, সারোয়ার হোসেন, আব্দুল আজিজ প্রমুখ। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী তিন বছরের জন্য পিডিবিএফ সিবিএ-২১৩৯ খুলনা আঞ্চলিক কমিটিতে পূনরায় মোঃ মিলন মোল্লাকে সভাপতি ও গাজী কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য কমিটি দেন। এসময়ে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এমপ্লয়ীজ ইউনিয়নের সিবিএ নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।