শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার সবজির বাজারে দামে স্বস্তি;কমেছে গোশ ও মাছের দাম  নির্বাচনের ট্রেন চলছে, কেউ থামাতে পারবে না : ওবায়দুল কাদের শেখ হাসিনা আমাকে এমপি না, জনতার সেবা করতে পাঠিয়েছেন : এস এম কামাল হোসেন ডলারের দাম আরও কমলো খুলনায় কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিশ্বব্যাপী নিরাপদ ভবিষ্যৎ প্রজন্মের দাবিতে মানববন্ধন ও প্রতিকী প্রদর্শন খুলনা—১ আসন: জনগণের জন্য কাজ করতে চান সাবেক এমপি ননী গোপাল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এর খুলনা সফরসূচি বিএনপি নেতার ভাইয়ের ইন্তেকালে শোক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নোবেল গণমাধ্যমকর্মীদের সঙ্গে নড়াইলের নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

খুলনা সিটি কলেজের রি-ইউনিয়ন ৪ নভেম্বর

রিপোর্টার
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ পড়েছেন

খুলনা সিটি কলেজের রি-ইউনিয়ন আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। রি-ইউনিয়নে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রি-ইউনিয়ন উদ্যাপন কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উদ্যাপন কমিটির আহŸায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৫ সালে প্রতিষ্ঠা থেকে আজ ২০২৩ পর্যন্ত দীর্ঘ ৫৮ বছর কলেজের প্রতিষ্ঠা। খুলনায় প্রতিষ্ঠিত প্রায় অধিকাংশ রাজনৈতিক ব্যক্তিত্ব বা অধিকাংশ জনপ্রতিনিধি এই কলেজের ই প্রাক্তন ছাত্র হিসেবে কলেজকে গর্বিত করেছেন। বর্তমানে বোর্ড পরীক্ষা ছাড়িয়ে বাংলাদেশের সকল সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে সেরাদের সেরা অবস্থানে আমাদেরই অনুজদের প্রতিষ্ঠা বর্তমান। আজ সিটি কলেজ মানেই সকল সফল রাজনৈতিক ব্যক্তিত্ব বা জনপ্রতিনিধি থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে সচিব, উপ-সচিব, শিক্ষক, সাংবাদিক, কৃতি খেলোয়াড়, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। দীর্ঘ ৫৮ বছর প্রতিষ্ঠা হলেও আজ পর্যন্ত আমাদের কোন রি-ইউনিয়ন অথবা পুনর্মিলনী হয়নি বা করতে পারিনি। এবারই প্রথম আমাদের এই উদ্যোগ সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টায় সফলতার দিকে এগিয়ে চলছে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, রি-ইউনিয়নের প্রেক্ষাপট উলে­খ করে বলতে হয় দেশে-বিদেশে অবস্থানরত শত-শত প্রাক্তন শিক্ষার্থী ইতিমধ্যেই সাড়া দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের অনুরোধে নিবন্ধনের সময়সীমা ২০ সেপ্টেম্বরের পরিবর্তে ৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদ্যাপন কমিটির সদস্য সচিব তসলিম আহমেদ আশা, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোরশেদ উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, বিশ^াস জাফর আহমেদ, নুরুজ্জামান খান বাচ্চু, আমিন রেজা, অবসরপ্রাপ্ত শিক্ষিকা লীানা আখতার, খুলনা দুদকের পিপি এড. সেলিম আল আজাদ, এড, সৌমেন্দ্র নাথ সাহা, সিটি কলেজের সাবেক জি এস মির্জা আহম্মদ, মোঃ মাহমুদ আরেফিন, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সাবেক কাউন্সিলর মামনুরা জাকির খুকুমনি, রকিব উদ্দিন ফরাজী, সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ, সাবেক জিএস রবিউল ইসলাম রবি, সাবেক ভিপি মোঃ ফয়েজুল ইসলাম টিটো, খুলনা বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম বাবু, কামরুজ্জামান খোকন, পিপি এড. মোঃ আলামিন উকিল, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রিয়াজ, মিডিয়া কমিটির আহবায়ক মোঃ হুমায়ুন কবীর, সদস্য সচিব মোরশেদ নেওয়াজ শিপলু, সদস্য শাহজালাল মোল­া মিলন, মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষক শাহ মোঃ জিয়াউর রহমান স্বাধীন, রোকেয়া রহমান, মোঃ নাসির উদ্দিন, সৈয়দ মেজবাউল হাসান শুভ, মোঃ মোক্তার হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক সহিদুল ইসলাম মিঠু, সরদার রবিউল ইসলাম, মাহমুদ আরেফিন মনি, আফসানা ইউকি, শিরিনা আক্তার আইরন, সাদিয়া আক্তার ডালিয়া, রাজিয়া বানু রিনা, এ এস এম নূর আলম ময়না ও শ্যামল দত্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu