চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে আগামীকাল বৃহস্পতিবার রোডমার্চ-পরবর্তী সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। দলের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত এ বিষয়ে পুলিশের অনুমতি পাননি বলে জানান। তবে বিএনপির নেতারা বলছেন, যেকোনো মূল্যেই তাঁরা সেখানে সমাবেশ করবেন।
রোডমার্চ-পরবর্তী সমাবেশ আগামীকাল বিকেলে নগরের কাজীর দেউড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সমাবেশ করার জন্য গত রোববার চট্টগ্রাম নগর বিএনপির পক্ষ থেকে অনুমতি চেয়ে নগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। প্রধান বক্তা থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া ১৫ দিনের রোডমার্চ কর্মসূচি চট্টগ্রাম দিয়ে শেষ হবে আগামীকাল।
সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো অনুমতি পাইনি। তবে আশা করি পাব। কাজীর দেউড়িতেই সমাবেশ হবে।’
কাজীর দেউড়িতে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি এখনো যাচাই-বাছাই চলছে জানান নগর পুলিশের উপকমিশনার (নগর বিশেষ শাখা) মঞ্জুর মোরশেদ। গতকাল সন্ধ্যায় তিনি বলেন, আগামীকাল সপ্তাহের শেষ কর্মদিবস। শহরে যানজটসহ সব বিষয় বিবেচনা করা হচ্ছে। বুধবার (আজ) তা জানানো হবে।
নগরের আগ্রাবাদ চৌমুহনী মোড়ে প্রচারপত্র বিলি–পূর্ববর্তী পথসভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান বলেন, আওয়ামী লীগ দেশের আইন আদালত, প্রশাসন, অর্থনীতি সবকিছু ধ্বংস করে ফেলেছে। দেশের নির্বাচনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এই সরকারকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে দেশি–বিদেশি গণতন্ত্রপন্থীরা।
প্রচারপত্র বিলির সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, সদস্য নিয়াজ মোহাম্মদ খান, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি মো. সেকান্দর, সাধারণ সম্পাদক বাদশা মিয়া প্রমুখ।