সিরিয়ায় সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলায় ইরানপন্থী ছয় যোদ্ধা নিহত হয়েছেন। ইরাক লাগোয়া পূর্বাঞ্চলীয় দেইর ইজর প্রদেশে গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
অপর এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার গভীর রাতে একই প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় তাদের দুই সেনা আহত হয়েছেন।