সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার পি ডব্লিউ ডি স্কুলের শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের পরিবারসহ বসবাস  দৈনিক খুলনা টাইমস এখন ৬ষ্ঠ বর্ষে খুলনা ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনার সবজির বাজারে দামে স্বস্তি;কমেছে গোশ ও মাছের দাম  নির্বাচনের ট্রেন চলছে, কেউ থামাতে পারবে না : ওবায়দুল কাদের শেখ হাসিনা আমাকে এমপি না, জনতার সেবা করতে পাঠিয়েছেন : এস এম কামাল হোসেন ডলারের দাম আরও কমলো খুলনায় কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিশ্বব্যাপী নিরাপদ ভবিষ্যৎ প্রজন্মের দাবিতে মানববন্ধন ও প্রতিকী প্রদর্শন খুলনা—১ আসন: জনগণের জন্য কাজ করতে চান সাবেক এমপি ননী গোপাল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এর খুলনা সফরসূচি

শিক্ষককে লাঞ্চিতের ঘটনায় খুলনায় মানববন্ধন পালন

আরিফুর রহমান
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৫৭৬ পড়েছেন

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী কর্তৃক শারীরিকভাবে শিক্ষক হাফিজুর রহমানকে লাঞ্ছিত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। খুলনার জেলা কমিটি শাখা একই কর্মসূচি পালন করে। এ সময় দোষী ব্যক্তিকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান শিক্ষকরা। মঙ্গলবার বেলা ১১.০০ টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানব বন্ধন পালিত হয়।
বাসমাশিস খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন খুলনা অঞ্চল বাসমাশিসের সভাপতি মমতাজ খাতুন। মানববন্ধনে সভাপতির বক্তব্যে শিক্ষক নেতা মমতাজ খাতুন বলেন, “সারাদেশে বিভিন্ন সময়ে শিক্ষকদের উপর নানাভাবে নির্যাতন ও লাঞ্ছনার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শিক্ষকদের নিরাপত্তা আজ হুমকির মুখে। অথচ এব্যাপারে সিভিল ও শিক্ষা প্রশাসন অনেকটাই উদাসীন, যা জাতির জন্য দূর্ভাগ্যজনক। আপনারা জানেন গত ০৮/১০/২০২৩ খ্রিঃ রবিবার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা এর সহকারী শিক্ষক হাফিজুর রহমান বিদ্যালয়ে চলমান নির্বাচনী পরীক্ষায় দায়িত্ব পালনকালে একজন শিক্ষার্থী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হন। এটি শিষ্টাচার বর্হিভূত এবং গর্হিত কাজ। শিক্ষকের উপর এহেন আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। এমন ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে ব্যাপারে উদ্দ্যোগ গ্রহণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। একইসাথে শিক্ষক লাঞ্ছিত করার সাথে জড়িত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ তাকে গ্রেফতার পূর্বক দৃটান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। অন্যথায় সারা বাংলাদেশের সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচী গ্রহণ করতে আমরা বাধ্য হবো”।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মাকামী মাকছুদা, দিলদার আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুহিন জাহান চৌধুরী, খুলনা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা দুলালী দাস, সেনহাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, ফুলবাড়ী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বরকানন্দ ইউনিয়ন (বি.কে) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, বাসমাশিস খুলনা জেলা কমিটির সহ—সভাপতি মিজানুর রহমান, দৌলতপুর মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা খাতুন ছোট্টমনি প্রমূখ। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বাসমাশিসের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সালাহ উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুজ্জামান, বাসমাশিস খুলনা অঞ্চল কমিটির কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা ঝর্ণা, অঞ্চল কমিটির সদস্য আশীষ কুমার সরকার, সরকারি ইকবালনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লস্কর সোহেল রানা, বাসমাশিস খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিটের সাধারণ সম্পাদক জি.এম মোশাররফ হোসেনসহ খুলনা নগরীর ও জেলা সদরের সরকারি / বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu