খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে শিশুদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেএমপি পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। কেএমপি হেডকোয়াটার্স সম্মেলন কক্ষে বুধবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল দিবস—২০২৩ এর এবারের প্রতিপাদ্য “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়”। অনুষ্ঠানের শুরুতে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্স স্কুলের ০২ জন শিশু শিক্ষার্থী বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে শেখ রাসেল দিবস এর আলোচনায় কেএমপির পুলিশ কমিশনার উপস্থিত সকলকে শুভেচ্ছা বক্তব্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সাথে ঘটে যাওয়া নরকীয় ঘটনা এবং বঙ্গবন্ধুর আদরের শিশু পুত্র শেখ রাসেল এর উপর সংক্ষিপ্ত আকারে আলোকপাত করেন। পাশাপাশি একটি সুখী সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদক, সন্ত্রাস, যানজট এবং নাশকতা মুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধুর আদর্শে অনু্প্রাণিত হয়ে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানান। অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন—সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ।