খুলনা মহানগর পুলিশ ০৪ মাদক কারবারীকে খুলনা ও দৌলতপুর থানা এলাকা হতে আটক করেছে। এ সময় তাদের নিকট হতে ১০৬ লিটার মদ জব্দ করে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেএমপি এ তথ্য নিশ্চিত করেছে।
আটককৃত মাদক কারবারীরা হলেন, ১) দীপক সাহানী(৫৩), পিতা—লক্ষন সাহানী, সাং—শ্রী কাশিয়াবাড়ী, থানা—খুলনা; ২) মোঃ জসিম মুন্সি(৪১), পিতা—মৃত: মোক্তার মুন্সি, সাং—রেলওয়ে নিউ কলোনী, থানা—খুলনা; ৩) সুমন ঘোষ(৪২), পিতা—অমরেন্দ্র নাথ ঘোষ, সাং—সারলিয়া, থানা—পাটকেলঘাটা, জেলা—সাতক্ষীরা, এ/পি সাং—কয়লাঘাট, থানা—খুলনা এবং ৪) মোঃ তৈয়েবুর রহমান(২৭), পিতা—আঃ ছাত্তার শেখ, সাং—দেয়ানা মধ্যপাড়া, থানা—দৌলতপুর, খুলনা। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।