• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

×

রুপসা উপজেলা থেকে একাধিক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

  • প্রকাশিত সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৯৮ পড়েছেন

খুলনা জেলার রুপসা উপজেলা থেকে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় আসামীর নিকট থেকে ৭০ পিচ ইয়াবা জব্দ করা হয়। মঙ্গলবার রুপসা ঘাট সংলগ্ন এলাকা থেকে আসামীকে রাত ১১:৫০ মিনিটে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আব্দুল হাই (৩৭), পিতা: আব্দুল মান্নান। ঘটনা সূত্রে জানা যায়, ফকিরহাট টু খুলনা বাইপাস সড়ক পথে মোটর সাইকেলে করে মাদক ব্যবসায়ী আব্দুল হাই ওরফে আব্দুল্লাহ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে রুপসা ঘাটের দিকে যাচ্ছিলো। এ সময় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল তার মোটর সাইকেল থামিয়ে তাকে তল্লাশি করে। এ সময় তার কাছে থেকে ও মোটর সাইকেল তল্লাশি করে মোট ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে থেকে তার দেহ ও মোটর সাইকেল তল্লাশি করে এ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের মধ্যে ছিলেন, সাক্ষী (১) অমর দত্ত (৬০), পিতা— মৃত রনজিত দত্ত, মাতা—মৃত করুনা দত্ত সাং— লকপুর, থানা— ফকিরহাট, জেলা— বাগেরহাট এবং (২) মোঃ হাসান শেখ (৩২), পিতা— আব্দুল হালিম শেখ, মাতা—হেনা বেগম, সাং— বাগমারা চর রুপসা, থানা— রুপসা, জেলা— খুলনা। এ অভিযানের সময় , খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ বদরুল হাসান, সহকারী উপ—পরিদর্শক মোঃ মনজুরুল বাসার, সিপাই যথাক্রমে মোঃ শাহাজাদা, মোঃ শরিফুল ইসলাম, মোঃ হালিমুজ্জামান ও সুদেব কুন্ডু উপস্থিত ছিলেন। খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ক সার্কেলের উপ—পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেল গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি খুলনার রুপসা থানায় একটি মাদক মামলা দায়ের করেন। এ বিষয়ে রাকিবুল ইসলাম রাসেল বলেন, আসামী আব্দুল হাই দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করছেন। তাকে পূর্বেও মাদকসহ একাধিকবার গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সে জামিন নিয়ে বের হয়ে আবার মাদক বিক্রয় করেন। এবারও তাকে মাদকসহ গ্রেফতার করা হয়। এবং তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA