• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

×

যুক্তরাষ্ট্র গেলেন বিমানবাহিনীর প্রধান

  • প্রকাশিত সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৯৯ পড়েছেন

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রবিবার (১২ নভেম্বর) রওনা হন তারা।

আইএসপিআর জানায়, আব্দুল হান্নান প্যাসিফিক এয়ার ফোর্সেস কমান্ডারের আমন্ত্রণে ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের হিকাম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠেয় ‘প্যাসিফিক এয়ার চিফ্স সিম্পোজিয়াম ২০২৩’-এ যোগ দেবেন। তিনি সিম্পোজিয়ামের বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন এবং সম্মানিত প্যানেল মেম্বর হিসেবে ‘হিউম্যানিট্যারিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফের’ ওপর বক্তব্য দেবেন। এ ছাড়া তিনি অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। সরকারি এই সফরে স্ত্রী ছাড়াও তার আরেকজন সঙ্গী রয়েছেন। ১৯ নভেম্বর দেশে ফিরবেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA