নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন বিএনপির সাবেক চারজন সংসদ সদস্য। আগামী নির্বাচনে দলটি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।
এর মধ্যে শাহ মোহাম্মদ আবু জাফরকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক সংসদ সদস্যদের বিএনএমে যোগদানের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন মঞ্চে তাদের পরিচয় করিয়ে দেন বিএনএমের মহাসচিব মো. শাহজাহান।