প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। এ দুই গুণীজনের জীবন ও কর্মের প্রতি সম্মান ও স্বীকৃতি জানাতে এই সংবর্ধনা দেওয়া হয়। এ জন্য গতকাল সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজন করা হয় ‘গুণীজন সংবর্ধনা ২০২৩’।
ষষ্ঠবারের মতো এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বণিক বার্তা ও বিআইডিএস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। আর আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন।
অসুস্থতার কারণে মির্জ্জা আজিজুল ইসলাম সশরীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ডিন মোহাম্মদ মুজিবুল হক সম্মাননা গ্রহণ করেন। আর মসিউর রহমান সশরীর উপস্থিত থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে সম্মাননা নেন।