• E-paper
  • English Version
  • শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন

×

আরাফাত রহমান কোকো স্বৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫০ পড়েছেন

মরহুম আরাফাত রহমান কোকো’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার স্মরণে খুলনা মহানগর ছাত্রদল নেতা এস এম আলমগীর হোসেনের উদ্যোগে ২ রা জানুয়ারি নগরীর সার্কিট হাউজ ময়দানে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার (৯ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় জেলখানা ঘাট বুলস বনাম ছাপা একাদশের মধ্যে নগরীর সার্কিট হাউজ ময়দানে এ টুর্নামেন্টের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত সমাপনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, হাবিবুর রহমান কাজল। সভাপতিত্ব করবেন টুর্নামেন্ট ম্যানেজমেন্ট কমিটির প্রধান আয়োজক এস এম আলমগীর হোসেন। টুর্নামেন্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্য নাজমুস সাকিব প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বর্তমান সমাজে তরুণদের মধ্যে মাদক সংশ্লিষ্ট অপকর্ম ভয়াবহ রুপ ধারণ করেছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলা কেন্দ্রিক করতে এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। ম্যানেজমেন্ট কমিটির প্রধান আয়োজক এস এম আলমগীর হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এখনকার যুব সমাজ এবং কিশোররা খেলাধুলা বিমুখ হয়ে পড়ছে। অন্যদিকে মাদকাসক্ত হচ্ছে তরুন প্রজন্ম। খেলাধুলাই পারে তরুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে। মাদকের অপব্যবহারের বিরুদ্ধে আমাদেরই রুখে দাড়াতে হবে। আজকের তরুণ প্রজন্ম ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দিবে। মানুষিক ও শারীরিক ভাবে সুস্থ থাকতে হলে খেলাধুলা করা অপরিহার্য। আমরা রাজনীতি করি। সমাজে আমাদের কিছু দ্বায়— দায়িত্ব রয়েছে। খেলাধুলাকে প্রশস্ত করার লক্ষ্যে আমাদের পক্ষে যতটুকু সম্ভব এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক ছিলেন তার স্মরণে আমরা ফুটবল খেলার আয়োজন করেছি। উল্লেখ্য, এ টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। নক আউট পদ্ধতিতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৮টি দলের নাম গার্ডিয়ান একাদশ, ফ্রেন্ডস ফরএভার, টিম আরক্স, ছাপা একাদশ, বাইলেন ভাইকিংস, জেলখানা ঘাট বুলস্, ফিনিক্স ফোর্স, এটলাস ব্রাদার্স।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA