• E-paper
  • English Version
  • শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

×

র‌্যাব—৬ এর অভিযানে অস্ত্রসহ আটক—১

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ পড়েছেন

খুলনায় র‌্যাব—৬ এর একটি আভিযানিক দল অস্ত্রসহ একজনকে আটক করেছে। খুলনা জেলার ফুলতলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৬শে ফেব্রুয়ারী আসামীকে অস্ত্রসহ আটক করে। আসামীর নাম মোঃ তোহিদুল ইসলাম (৪৪), সাং— পয়গ্রাম (শেখবাড়ি), থানা— ফুলতলা, জেলা— খুলনা। ঘটনাসূত্রে, খুলনা জেলার ফুলতলা থানাধীন ৪নং ফুলতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর পয়গ্রাম গ্রামের মোঃ ফেরদাউস ফরাজী, পিতা— মৃত হাজী আব্দুল আজিজ ফরাজীর টিনসেড বিল্ডিংয়ের পিছনে মোঃ তোহিদুল ইসলাম (৪৪) ২৬শে ফেব্রুয়ারী মাদকদ্রব্য ক্রয়—বিক্রয়ের জন্য অবস্থান করছিলো। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব—৬ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে উক্তস্থানে অভিযান পরিচালনা করে আসামীকে আটক করে। আসামী জিজ্ঞাসাবাদে জানায়, সে উক্ত বাসায় এক বছর পূর্বে ভাড়া থাকতো। ভাড়া থাকার সময় হতেই সে মাদক এবং অস্ত্র বিক্রির সাথে জড়িত ছিল। আসামীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরো জানায় যে, উক্ত টিনসেড বিল্ডিং বাসার পিছনে একটি আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য মাটির নীচে পুতে রেখেছেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর দেখানো মতে উক্ত টিনসেড বিল্ডিংয়ের পিছনে মাটির নীচে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় রক্ষিত ১টি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র পাইপগান। বিবরন: কক হ্যান্ডেল ও বাট সংযুক্ত। উক্ত আগ্নেয়াস্ত্রটির বাটের সাথে সংযুক্ত পাইপের দৈর্ঘ্য ১৯.৩ ইঞ্চি, অগ্রভাগ হইতে বাটের শেষ প্রান্ত পর্যন্ত আড়াআড়ি দৈর্ঘ্য ২১ ইঞ্চি এবং লোহার বাটের সাথে লাল রংয়ের টেপ দিয়ে মোড়ানো। অস্ত্রটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করা হয় এবং আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA