রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

রুপসায় জমি দখলচেষ্টার অভিযোগ

দেশ প্রতিবেদক:
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১১৪ পড়েছেন

আদালতে মামলা দায়ের

খুলনা রুপসা উপজেলার জাবুসা এলাকায় জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা দায়ের করে ভুক্তভোগি এখন হুমকির মুখে। ঘটনাটি ঘটেছে রুপসার জাবুসা এলাকায়। গত ১০ই মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগির সাথে বিবাদীদের বিরোধ তৈরী হয়। পরবর্তীতে আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত বিরোধ সংক্রান্ত জমিতে ১৪৪/১৪৫ ফৌ: কা: ধারা জারি করেন। ভুক্তভোগির নাম খান আবু হানিফ (৭৩),পিতা: মৃত: খান মুনসুর আলী,জাবুসা, থানা— রুপসা। বিবাদীদের নাম শাহিনা আক্তার লিপি (৪৭) পিতা— মৃতঃ আলী আকবর শেখ, ২) মাহবুবুর রহমান বাবু (৪৫) , পিতা: মৃতঃ আলী আকবর শেখ, ৩। কামাল হোসেন (৪৫) পিতা— জিয়ারত আলী ৪। আবু সাইদ (৪৫) পিতা—এবারত আলী ৫। এবারত আলী (৬৫) পিতা— মৃত আকবর আলী সর্ব সাং— জাবুসা, থানা—রূপসা ৬। সালমা আক্তার (৪৫) স্বামী—শাহিন শেখসহ আরো অজ্ঞাত ৫/৬জন। অভিযোগ সূত্রে, খুলনার রূপসা থানাধীন জাবুসা এলাকায় খান আবু হানিফ দীর্ঘদিন যাবৎ জমি ক্রয় করে বসবাস করছেন এবং জমিতে কৃষি কাজ করছেন। কিন্তু মামলার বিবাদীরা আবু হানিফের জমি মালিকানা দাবী করে পরিকল্পিতভাবে জবরদখলের চেষ্টা করেন। গত ১০ই মার্চ সকাল ১১টার দিকে অপরিচিত অপর ৪/৫ জন লোক নিয়ে উক্ত জমি দখলের উদ্যেশে ইট, বালু ইত্যাদি নিয়ে দেয়াল তোলার চেষ্টা করেন। ভুক্তভোগি তখন বাধা দিলে এবং জিজ্ঞাসা করলে বিবাদীরা অকথ্য ভাষায় দুর্ব্যবহার করে এবং এ বিষয়ে তাদের কোন কৈফিয়ত দিতে বাধ্য নয় বলে জানায়। আর সম্পত্তির দখল ছেড়ে চুপচাপ থাকার জন্য বলে। অন্যথায় ১ সপ্তাহের মধ্যে কীভাবে দখল ছাড়াতে হয় তা দেখিয়ে দেয়া হবে বলে হুমকি দেয় বিবাদীরা। তথ্যসূত্রে, রুপসা থানাধীন জাবুসা মৌজার বর্নিত সম্পত্তির মালিক আকবর আলী শেখ গত ১৯৭০ সালের ২৫ শে মে ৩০৪১ নং কবলা দলিল মূলে ০.৫৫ একর সম্পত্তি ক্রয় করেন। পরবর্তীতে হাল জরীপ চলাকালে আকবর আলী শেখের ওয়ারেশগন পিতৃত্যক্ত সম্পত্তিতে নিজ নিজ নামে বি, আর, এস ৮৩৪ এখতিয়ানে হাল ৮১০৮ নং দাগে নিজ নিজ অংশে রেকর্ড করায়ে নেন। বি,আর, এস ৮৩৪ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক ১) মরিয়ম বেগম ২) ছুটু বিবি, ৩) রাবেয়া বেগমগনের প্রাপ্ত অংশের সম্পত্তির রেজিষ্ট্রীকৃত ৬৯৯ নং কবলা দলিলের ৩.১৬৫০ একর সম্পত্তি ভুক্তভোগি খান আবু হানিফ (৭৩),পিতা: মৃত: খান মুনসুর আলী,জাবুসা, থানা— রুপসার নিকট বিক্রয় করেন। এরপর খান আবু হানিফের (৭৩) নিকট মামলার ১ নং স্বাক্ষী মোকছেদ আলী শেখ ০.২০৫০ একর সম্পত্তি বিক্রয় করেন ২০০১ সালে। পরবর্তীতে বি, আর, এস উক্ত ৮৩৪ নং খতিয়ানের অপর রেকর্ডীয় মালিক আকবর আলী শেখের অপর কন্যা মোসাঃ মনোয়ারা বেগম ২০০১ সালে রেজিষ্ট্রীকৃত ১৪৫৬ নম্বর কবলা দলিল মূলে ০.০৪৮২ একর সম্পত্তি খান আবু হানিফের নিকট বিক্রয় করেন। যার দ্বারা দেখা যায়, খুলনা জেলার রূপসা থানাধীন জাবুসা মৌজার বি,আর,এস ৮৩৪ নং খতিয়ানের ৮১০৮ নং দাগের মালিকগনের নিকট হইতে মোট ৩টি দলিলে—০.১৬৫০ একর+০.২০৫০একর+০.০৪৮২ একর একর সম্পত্তি ১মপক্ষ খান আবু হানিফ এবং তার স্ত্রী মোছাঃ ফজিলাতুননেছা ক্রয় করেন। স্বাক্ষীদের সাথে কথা বললে তারা জানান, খান আবু হানিফ এবং তার স্ত্রী এ জমির মালিকানায় রয়েছেন দুই যুগের বেশী সময় ধরে। বিবাদীরা এ জমি দাবী করে এখন জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে নানান ধরনের সমস্যাও তৈরী করছেন বিবাদীরা। খান আবু হানিফ বলেন, থাকার জন্য এবং কৃষি কাজের জন্য বহুত আগে এ জমি তিনি ক্রয় করেছিলেন। আর তখন এ জমির মালিকরা আমার কাছে বিক্রয় করেন। যার প্রমানাদি রয়েছে। কিন্তু এখন জমি ভোগ দখলে বাধা দিচ্ছেন বিবাদীরা। আদালতের স্বরনাপন্ন হয়েছেন বলে তিনি জানান। বিবাদীদের সাথে কথা বলতে চাইলে তারা কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। উল্লেখ্য, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত বিষয়টি খুলনার রুপসা উপজেলার সাব রেজিষ্ট্রারকে (ভূমি) তদন্তের নির্দেশ দিয়েছেন ও আদেশে দেখা যায় বিরোধীয় জমিতে শান্তি বজায় রাখার জন্য ফৌ:কা:বি: ১৪৪/১৪৫ ধারা অনুযায়ী স্থিতিবস্থা রাখার জন্য বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu