• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

×

খুলনা পিবিআই এর অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেফতার—১

  • প্রকাশিত সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১১০ পড়েছেন

পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের খুলনা শাখার তদন্ত এবং অভিযানে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক হয়েছে। দীর্ঘদিন যাবৎ খুলনার বিভিন্ন অঞ্চলে মোটর সাইকেল চুরির মতো ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় চোর সিন্ডিকেটটিকে আইনের আওয়াতায় আনার জন্য একটি মামলার সূত্র ধরে খুলনা পিবিআই ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে গত ৯ই এপ্রিল একজন মোটর সাইকেল চোর সিন্ডিকেট সদস্যকে খুলনা পিবিআই গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনা সূত্রে, গত ২৫শে মার্চ দুপুর ২টা থেকে ২টা মিনিটের মধ্যবর্তী সময়ে খুলনার দৌলতপুর থানাধীন মহসীন মোড়স্থ বেঙ্গল চুন ঘরের সামনে রাস্তার উপর হতে ০১ (এক) টি এ্যাপাচি ফোর ভি কালো রংয়ের মোটরসাইকেল অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চুরির অভিযোগ দায়ের হওয়ার পর খুলনা পিবিআই অভিযোগ পেয়ে ছায়া তদন্ত শুরু করে। এ তদন্তে বেরিয়ে আসে মোটরসাইকেল চোর সিন্ডিকেট সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। তদন্ত এবং তথ্যের সূত্র ধরে খুলনা পিবিআই তদন্ত অব্যাহত রাখে। যার ফলে মোটরসাইকেল চোরাই চক্রের মূল হোতা কাদের শিকদার (২৫), পিতা—ফজলুল হক শিকদার, সাং—সুলতানশাহী, জেলা— গোপালগঞ্জের বাড়ীতে অভিযান পরিচালনা করে খুলনা পিবিআই। ছায়া তদন্তের সূত্র ধরে গোপালগঞ্জ সদর থানাধীন কেকানিয়া গ্রামস্থ জনৈক ভ্যানচালক মিরাজ শেখের বাড়ীতে অভিযান পরিচালনা করে তার ছেলে রিয়াজ শেখের (১৯) (মোটরসাইকেল চোরাই চক্রের অপর সদস্য কাদের শিকদারের ভাগ্নে) বসত ঘরের মধ্য থেকে একটি চোরাই মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়। এদিকে, ধৃত রিয়াজ শেখের হেফাজতে থাকা মোটরসাইকেলটি একটি চোরাই মোটর সাইকেল। মোটর সাইকেলটি চুরিতে পিরোজপুর জেলার নাজিরপুর থানার মামলা নং—০৯, ২০—৭—২৩ অভিযোগ দায়ের হয়। যার পেনাল কোড ৪৮৭/৩৮০। চুরি হওয়া Fz-S মোটরসাইকেলটি গত ৯ই এপ্রিল ভোর সাড়ে চারটায় উদ্ধার করে এবং আসামীকে গ্রেফতার করে খুলনা পিবিআই। এ বিষয়ে তদন্তকারী এবং অভিযানকারী পুলিশ পরিদর্শক সুজিত মিস্ত্রী বলেন, দীর্ঘদিন যাবৎ মোটর সাইকেল চোর সিন্ডিকেট সাধারন মানুষের মোটর সাইকেল চুরি করছে। আমরা মোটর সাইকেল একটি অভিযোগ পেয়ে তদন্ত শুরু করি। এরই ধারাবাহিকতায় একটি চুরি হওয়া মোটর সাইকেল এবং চোর সিন্ডিকেটের একজন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। খুলনা পিবিআই পুলিশ সুপার নাইমুল হাসান বলেন, মোটরসাইকেল চোর সিন্ডিকেট অনেক কৌশলে মোটর সাইকেল চুরি করে। তাদের চলাফেরা স্বাভাবিক হওয়ার কারনে বোঝা কঠিন যে তারা অপরাধী। মোটর সাইকেল চুরির একটি অভিযোগের ভিত্তিতে আমি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেই। যার ধারাবাহিকতায় একটি চুরি হওয়া মোটর সাইকেল এবং চোর সিন্ডিকেট সদস্যকে খুলনা পিবিআই গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA