রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

নড়াগাতীতে মনির গ্রুপের আয়োজনে ২ দিন ব্যপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশ প্রতিবেদক, কালিয়া, নড়াইল:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৪৬ পড়েছেন

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, ক্রীড়া বাড়ায় মনোবল, প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের কাঠাদুরা গ্রামে মনির গ্রুপের আয়োজনে ও তরুন যুব সমাজের সহযোগিতায় ঈদ উপলক্ষে ২ দিন ব্যপী ১ম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উদ্বোধনী দিনে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাব কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মনির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও এই গ্রামের কৃতি সন্তান মনিরুল ইসলাম মনির। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একই গ্রামের অপর কৃতি সন্তান সাৎক্ষীরা জেলার ফ্যামিলি প্লাানিংয়ের ডেপুটি ডিরেক্টর গাজী বশির আহমেদ, সামাজিক ব্যক্তিত্ব মোঃ জাহিদ ফকির ও আবুল কাশেম রোহিত প্রমুখ।

দীর্ঘদীন এলাকায় ক্রীড়া প্রতিযোগীতা বন্ধ থাকায় এলাকার যুব সমাজ মোবাইল ও মাদকে আসক্ত হয়ে পড়েছিল। এ ধারা অব্যাহত থাকলে যুব সমাজের অবক্ষয় নিশ্চিত। তাই এ বিষয়টি মাথায় রেখে যুব সমাজের অবক্ষয় রোধে এ ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করেছেন মনিরুল ইসলাম মনির।

উক্ত অনুষ্ঠানে দুইটি ইভেন্টে কয়েকটি গ্রুপে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকার ও বহিরাগত ক্রীড়ামোদী প্রতিযোগীদের অংশগ্রহণে আনন্দ মুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন শতাধিক মানুষ। লম্বা লাফ, দৌড়, বালিশ বদল, সাতার, পুকুরে হাঁস ধরা, সাকোয় নদী পার, হাড়ি ভাঙা, যেমন খুশী তেমন সাজসহ নানা আকর্ষণীয় খেলার আয়োজন করেন আয়োজক কমিটি।
১৩ এপ্রিল (শনিবার) সমাপনী দিন সন্ধায় এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মনির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মনিরুল ইসলাম মনির। এ সময় তিনি বলেন, তরুন সমাজকে মোবাইল ও মাদক আসক্তি থেকে দুরে রাখার জন্যই এ উদ্যোগ নিয়েছেন তিনি এবং পরবর্তীতে এই গ্রামের যে সমস্ত ছেলে মেয়েরা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন বলে জানান এবং প্রতি বছর এ প্রতিযোগীতার আয়োন তিনি করবেন বলে ঘোষনা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu