রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

ছয় মাসেও প্রাপ্য অর্থ পাননি ২৬৬১ শ্রমিক

দেশ প্রতিবেদক, মাগুরা:
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৪৬ পড়েছেন

খুলনা বিভাগের মাগুরা জেলার মহম্মদপুরে ইজিপিপি প্রকল্পের আওতায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান ৪০ দিনের কর্মসূচির কাজ শেষ হয়েছে প্রায় ছয় মাস। মজুরি না পেয়ে ২৬৬১ হতদরিদ্র শ্রমিক চরম ভোগান্তিতে পড়েছেন। তারা প্রতিদিনই উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঘুরছেন। ভুক্তভোগীরা করছেন তাদের সমস্যা নিয়ে অভিযোগ।
এদিকে, অর্থ বরাদ্দ বিলম্বিত হবার নির্দিষ্ট কারণও জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা যায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)—র ২০২৩—২৪ অর্থবছরে কাজ শুরু হয় ১১ নভেম্বর ২০২৩ এবং শেষ হয় চলতি বছরের ৮ জানুয়ারি। উপজেলায় ৪৩টি প্রকল্পে মোট ২৬৬১ জন উপকারভোগী শ্রমিক কাজ করেছেন। যার মধ্যে সদর ইউনিয়নে ৫টি প্রকল্পে ৩১৭ জন, রাজাপুরে ৪টি প্রকল্পে ২৫১ জন, বালিদিয়া ইউপিতে ৬টি প্রকল্পে ৩৫৬ জন, দীঘা ইউপিতে ৪টি প্রকল্পে ২৫৯ জন, বিনোদপুর ইউপিতে ৬টি প্রকল্পে ৫৬৫ জন, নহাটা ইউপিতে ৬টি প্রকল্পে ৩৮৪ জন, পলাশবাড়িয়া ইউপিতে ৬টি প্রকল্পে ৩৬৯ জন ও বাবুখালী ইউপিতে ৬টি প্রকল্পে ৩৬০ জন শ্রমিক কাজ করেছেন। মজুরি হিসাবে প্রত্যেক শ্রমিক দিনে ৪০০ টাকা করে ৪০ দিনে পাবেন ১৬ হাজার টাকা। শ্রমিকরা জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কার্যক্রম শুরু হয় ২০১০ সালে। সেই থেকে শ্রমিক হিসাবে নিয়মিত কাজ করে আসছি, মজুরি ঠিকঠাক পেয়েছি। এবার কাজ শেষ হয়েছে প্রায় ছয় মাস, কিন্তু আমাদের পারিশ্রমিক পাইনি। পারিশ্রমিক না পেয়ে ঈদুল ফিতর কেটেছে অনেক কষ্টে। মজুরি না পাওয়ায় সব শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। টাকা কেন পাচ্ছি না সেটা জানার জন্য প্রতিদিনই আমরা বিভিন্ন অফিসে ঘুরছি কেউ আমাদের সঠিক কোনো কিছু জানাচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল বলেন, ‘ইজিপিপি প্রকল্পে আওতায় উপজেলায় ২ হাজার ৬৬১ জন শ্রমিক কাজ করেছে। তাদের কেউ এখনো টাকা পায়নি। প্রথম দফায় ২০ দিন ও দ্বিতীয় দফায় ২০ দিন মোট ৪০ দিনের কাজের বিলের বিবরণী মন্ত্রণালয়ে পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরনের আরো সংবাদ

Categories

© All rights reserved © 2019 LatestNews
Hwowlljksf788wf-Iu