• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

×

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘর ভাংচুরের অভিযোগ

  • প্রকাশিত সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৫২ পড়েছেন

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা :
পাইকগাছায় এক বিধবা নারী থানায় জিডি করে বাড়ি পৌছানোর পুর্বেই প্রতিপক্ষদের বিরুদ্ধে মারপিটসহ ঘেরা-বেড়া ও বসত ঘর ভাংচুর করে কপোতাক্ষ নদে নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কপিলমুনি ইউপি’র গোলাবাড়ী সংলগ্ন নোয়াকাটি মালোপাড়ায় এ অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানাগেছে, কপোতাক্ষ নদ ঘেষা মালোপাড়ায় বসতবাড়ী জমি নিয়ে মৃতঃ বিমল বিশ্বাসের স্ত্রী যমুনা বিশ্বাস ও প্রতিবেশী মৃতঃ গৌর বিশ্বাসের ছেলে তরুন-তপন বিশ্বাস গংদের সাথে বিরোধ চলে আসছিল। এ জমি নিয়ে ইতোপূর্বে তপন বিশ্বাস গংরা পাইকগাছার জজ কোর্টে যমুনার ছেলে শুধাংশু বিশ্বাসের বিরুদ্ধে দেওয়ানী মামলা করেছেন। যা চলমান রয়েছে। স্থানীয়রা বলছেন, ইতোপূর্বে দশ বৈঠকের সিদ্ধান্ত মতে যমুনা বিশ্বাস এ জমিতে ঘর বেঁধে থাকেন। তারা আরোও বলেন যমুনা রেকর্ড বনিয়াদে ও তপন গংরা দলিল বনিয়াদে এ জমি দাবি করেন। যমুনার ছেলে শুধাংশু জানান, মঙ্গলবার সকালে আমার রেকর্ডীয় জমির উপর মা’র বসতঘরের পাশ দিয়ে ঘেরা-বেড়া দিতে থাকলে জেঠাতো ভাই তরুন-তপন গংরা বাঁধা দিয়ে মারপিটের হুমকি দিলে মা’কে নিয়ে থানায় যাই। তিনি অভিযোগ করেণ থানায় জিডি করে বাড়িতে পৌছানোর পুর্বে প্রতিপক্ষরা ঘেরা-বেড়া ও খাটসহ টিনের ছাউনির বসতঘর ভাংচুর করে কপোতাক্ষ নদে ফেলে দেয়। এ সময় নদীতে জালধরা অবস্থায় প্রতিবেশিরা ভাংচুরকৃত বেড়া ও টিনের চাল উদ্ধার করেন। এ সম্পর্কে শুধাংশু বিশ্বাসের স্ত্রী সবিতা বিশ্বাস অভিযোগ করেন স্বামী-স্বাশুড়ি বাড়িতে না থাকার সুযোগে তুষার-সুব্রত গংরা সবকিছু ভাংচুর করে নদে ফেলে দেয়। এ সময় বাঁধা দিলে ওরা আমার লাঞ্ছিত করে চলে যায়। খরব পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানোর তথ্য দিয়ে ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তিনি আইনী পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA