• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

×

নগরীতে বরাখস্তকৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানবন্ধন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৩ পড়েছেন

দেশ প্রতিবেদক :
বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়ের সাময়িক বরাখস্তকৃত প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলামের অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ এবং তার স্থায়ী অপসারণ ও শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিদ্যালয়ের সামনে পশ্চিমবানিয়াখামার মেইন রোডে অনুষ্টিত এ কর্মসূচির আয়োজনে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক কর্মচারী ও এলাকাবাসী। কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজেদা খানম। বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি হেকমত আলী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহ জামাল, সহকারী শিক্ষক রেবেকা খানম, এলাকার বিশিষ্ঠজন এম এ সবুর, শেখ আসলাম আলী, শেখ রবিউল ইসলাম, বিদ্যালয় অভিভাবক সদস্য মোল্লা জহুরুল ইসলাম, জিল্লুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, মোঃ রবিউল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর হতে তার অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অতিষ্ঠ হয়ে পড়ে। তার দুর্বব্যবহারে ছাত্র ছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণ পোষন করতে থাকে। যে কারণে অনেক অভিভাবক তার সন্তারকে বিদ্যালয় থেকে নিয়ে অন্যত্র ভর্তি করিয়েছেন। তার এই সব অন্যায় কর্মকান্যোর কারণে কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে। তাকে সমায়িক বরখাস্ত নয় স্থায়ী বরখাস্ত করতে দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA