• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

×

নগরীতে এসএমসি’র উদ্যোগে কর্মশালা

  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৫ পড়েছেন

বিজ্ঞপ্তিঃ
নগরীর ফুলবাড়িগেটস্থ খানা বাড়ি গার্লস হাই স্কুলে এসএমসি খুলনা এরিয়া অফিস এর উদ্যোগে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ মে দুপুরে স্কুলের প্রধান শিক্ষক এস এ রহিম এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ডালিয়া আক্তার, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড খুলনা এরিয়া অফিসের সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ মোঃ সাজ্জাদ হোসাইন। অনুষ্ঠানে কি নোট স্পিকার ছিলেন ডাক্তার মহসেনা ফেরদৌসী। সচেতনতামূলক কর্মশালায় আলোচকরা বলেন, এখনও স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতায় আমাদের দেশের মেয়েদের ধারণা কম রয়েছে। এ ছাড়া এ বিষয়ে অভিভাবকরাও সচেতন কম। কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ কিশোরী ও নারীরা স্বাস্থ্যসম্মত স্যানেটারি ন্যাপকিন ব্যবহার করেন। স্যানেটারি ন্যাপকিন যথাযথভাবে ব্যবহার করা হলে ৯০ শতাংশ সংক্রমনের হাত থেকে রক্ষা পাওয়া যায়। সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ করা হলে জরায়ু ক্যান্সার, রক্তে জীবানুর সংক্রমন অনায়াসে প্রতিরোধ করা সম্ভব। শিক্ষার্থীদের ঋতুকালীন সময়ে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়, সেগুলো থেকে পরিত্রাণের বিভিন্ন উপায় নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। অনুষ্ঠানে এসএমসির জয়া স্যানেটারি ন্যাপকিন ও টেস্ট মি (সফট ড্রিংকস) বিনামূল্য বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড খুলনা অফিসের সেলস প্রমোশন অফিসার মাসুম ইমতিয়াজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA