• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

×

কুয়েটে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৪৯ পড়েছেন

বিজ্ঞপ্তি :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী “(Program Accreditation Criteria And Renewal Process Of BAETE)/” “প্রোগ্রাম এক্রিডিটেশন ক্রাইটেরিয়া এন্ড রিনিউয়াল প্রসেস অফ বিএইটিই” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রফেসর ড. আনিসুল হক এবং কুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ মাহবুব হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায় এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দিনব্যাপী ‘‘(Occupational Safety Health & Environment Management)”/ “অকুপেশনাল সেফটি হেলথ এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইনস্টিটিউট অফ এনভারমেন্ট এন্ড পাওয়ার টেকনোলজির পরিচালক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইইবি’র অকুপেশনাল সেফটি বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ হাসান আলী। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ইএসই বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA