• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

×

মিষ্টি পানিতে মাছ ও ফসল উৎপাদনে অধিক লাভ : এমপি রশীদুজ্জামান

  • প্রকাশিত সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩৬ পড়েছেন

দেশ প্রতিবেদক, পাইকগাছা :
খুলনা-৬ আসনের এমপি মোঃ রশীদুজ্জামান বলেছেন, লবন পানিতে শুধু চিংড়ি চাষের চেয়ে মিষ্টি পানিতে মাছের সাথে ফসল উৎপাদন অধিক লাভ জনক। যেটা রবি মৌসুমে মিষ্টি পানিতে পাইকগাছা-কয়রার কৃষকরা তরমুজ চাষে ও বহুমুখী ফসল উৎপাদন করে আকাশ-পাতাল পার্থক্য দেখিয়েছে। তিনি রবিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন কেন্দ্রে ৩ দিনব্যাপী কৃষক-কৃষানীর প্রশিক্ষনের উদ্বোধন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এ কথা বলেন। শনিবার সকালে গোপালগঞ্জ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে কয়রার দু’জন কৃষক তালায় ধান বোঝাই ট্রাক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এক সময় খাদ্য সংকট মেটাতে গোপালগঞ্জের গরীব মানুষ আমাদের এলাকায় এসে ধান কেটে বাড়ি নিয়ে যেত। কিন্তু এখন সেটা হয়ে গেছে উল্টো। এ অঞ্চলের কৃষকরা দেশের বিভিন্ন স্থানে জায় কাজের সন্ধ্যানে। সংকট উত্তরণে এমপি-খাদ্য উৎপাদন বাড়াতে আগামী বছর থেকে নির্বাচনী এলাকায় লবন পানি উত্তোলন বন্ধের ঘোষনা দিয়ে কৃষক-কৃষানীদের উদ্দেশ্যে বলেন, লবনাক্ত এলাকায় সুপেয় পানির জন্য বৃষ্টির পানি সংরক্ষণে পর্যায়ক্রমে খানা ভিত্তিক পানির ট্যাংকি সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপক‚লীয় এলাকা পাইকগাছা-কয়রার মানুষের জীবন যাপন সম্পর্কে যথেষ্ট অবহিত। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩ তিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষন সহ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিরণ শীর্ষক প্রকল্পের আওতায় উপকার ভোগী দুজন কৃষকের মাঝে ধানের চারা রোপন যন্ত্র ও পাউয়ার স্প্রে বিতরন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন রাড়ুলী ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ মজিদ গোলদার, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল হুদা, সহকারী মো. শাহাজাহান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাস, উপ সহকারী সরাজ উদ্দীন, মো.এনামুল হকসহ কৃষক-কৃষানীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA