• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

×

কোটচাঁদপুরে ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন

  • প্রকাশিত সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩৩ পড়েছেন

মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর :
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারক লিপি প্রদান সহ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। (১৯ মে) দুপুরে গরসূতি বিএডিসির গভীর নলক‚পের ম্যানেজার সানোয়ার হোসেনের অপসারণের দাবিতে স্মারক লিপি প্রদান সহ মানববন্ধন কর্মসূচি পালন করেন গরসূতি গ্রামের শতাধিক সাধারণ কৃষকেরা। কৃষকরা মানববন্ধনে অভিযোগ করে বলেন আউশ/আমন/ বোরো সহ খরা মৌসুমে বিভিন্ন ফসলের চাষাবাদ করা হয় এই গভীর নলক‚পের আওতায়। উক্ত গভীর নলক‚পের পরিচালনা কমিটির ম্যানেজার হিসেবে নিয়োগ পান একই গ্রামের সানোয়ার হোসেন পিতা আব্দুল খালেক। সানোয়ার নিয়োগ পাওয়ার পর কৃষকদের চাষের জমিতে সেচ দেওয়ায় অনিয়ম, অধীক মূল্য আদায়, কৃষকদের থেকে আদায়কৃত অর্থ দূর্নীতি করে আত্মসাৎ সহ নানা ধরনের অনিয়ম করে যাচ্ছেন। এতে কৃষকরা সময় মত সেচ সুবিধা না পেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ফসল নষ্ট হওয়ার কারনে এই এলাকায় সৃষ্টি হচ্ছে দারিদ্র্যতা। এরই প্রতিবাদে ফুসে উঠেন ভুক্তভোগী কৃষকেরা। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এলাকার ভুক্তভোগী কৃষকরা স্মারক লিপি প্রদান সহ উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মের নিকট জানতে চাইলে তিনি জানান অফিসের বাহিরে আছি অফিসে গিয়ে অভিযোগ হাতে পেলে ব্যবস্হা নেওয়া হবে। যার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সেই সানোয়ার হোসেন জানান ঘটনাটি সঠিক না। আমি কোন দূর্নীতি করিনি। আমি ম্যানেজার হওয়ার পর গভীর নলক‚পের শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছি। কিছু অসাধু ব্যাক্তিবর্গ আমার সুনাম ক্ষুন্য করতে এই অপপ্রচার চালাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA