• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

×

খুলনায় ঠিকাদারসহ পাউবোর ২ প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৪ পড়েছেন

দেশ প্রতিবেদক :
নদীতে শিট পাইলিংয়ে অনিয়মের অভিযোগে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । গতকাল সোমবার দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- খুলনা মহানগরীর গগনবাবু রোডের বাসিন্দা মেসার্স আমিন অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. রুহুল আমিন এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাতক্ষীরা-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকারিয়া ফেরদাউস ও উপ-সহকারী প্রকৌশলী অনি দাস। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, একটি প্রকল্পের আওতায় মাটিতে ৬ মিটার দৈর্ঘ্যরে এবং দশমিক ৪ মিটার প্রস্থের ২৪০টি সিট পাইলে স্থাপনের কথা ছিল। গত ১৪ মে সাতক্ষীরা এলজিইডির সহকারী প্রকৌশলী তন্ময় আহমেদ, সাতক্ষীরা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. আল-আমীন হোসেনের উপস্থিতিতে এনফোর্সমেন্ট টিম এবং খুলনা দুদক, সজেকার উপপরিচালক প্রকল্প সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রকল্প স্থানে এনফোর্সমেন্ট টিম নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে দ্বৈবচয়নের ভিত্তিতে মাটির গভীর হতে ২টি শিট পাইল উত্তোলন করে। পরে এনফোর্সমেন্ট টিম, সাতক্ষীরা পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আসিকুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকারিয়া ফেরদৌস, উপ-সহকারী প্রকৌশলী অনি দাস, ঠিকাদারের প্রতিনিধি সাইট ম্যানেজার মো. আনোয়ারুল ইসলাম এবং পাইল শ্রমিকদের উপস্থিতিতে নিরপেক্ষ প্রকৌশলী কর্তৃক উত্তোলিত দুইটি শিট পাইল পরিমাপ করা হয়। এতে দেখা যায়, পাইলের দৈর্ঘ্য ৩ মিটার। অথচ সেখানে ৬ মিটার দৈর্ঘ্যর পাইপ স্থাপনের কথা ছিল। পরে জিজ্ঞাসাবাদে উপ-সহকারী অনি দাস জানান, মাটির গভীরে স্থাপন করা ১০৩টি শিট পাইলের দৈর্ঘ্য ৩ মিটার। এরমধ্যে ৬ মিটার দৈর্ঘ্য হিসাব করে ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়েছে। সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশে ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA