• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

×

ভারতের ব্যাংকিং খাতে ৩ লাখ কোটি রুপির মুনাফা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৭ পড়েছেন

আর্ন্তজাতিক ডেস্ক :
ভারতের ব্যাংকিং খাতে ৩ লাখ কোটি রুপির রেকর্ড মুনাফা করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ১০ বছরের মধ্যে ভারতের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর রেকর্ড মুনাফায় ফিরলো। ২০২৩ সালে ভারতের ব্যাংকগুলোর মুনাফা ছিল ২.২ লাখ কোটি রুপি। ২০২৪ সালে এসে মুনাফা বৃদ্ধি পেয়েছে ৩৯ শতাংশ। তিনি লিখেন, ১০ বছর আগে যখন ক্ষমতায় আসি তখন দেশের ব্যাংকিং সেক্টর ছিল দূর্বল ও অলাভজনক। এই খাতকে চাঙ্গা করতে গরীবদের জন্য, কৃষকদের জন্য, নারীদের জন্য, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যাংকের দ্বার খোলে দেয়ার ব্যবস্থা নেই। আজ তার ফল দেখতে পাচ্ছি। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এই মুনাফার ১.৮ লাখ কোটি রুপি লাভ করেছে সরকারি ব্যাংকগুলো। স্ট্যাট ব্যাংক অব ইন্ডিয়া সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে। তার মুনাফার পরিমাণ ২০ হাজার ৬৯৮ কোটি রুপি। বেসরকারি ব্যাংকগুলো মুনাফা করেছে ১.৪ লাখ কোটি। তাদের গত বছরের চেয়ে মুনাফা বৃদ্ধি পেয়েছে ৪২ শতাংশ। রিলায়েন্স গ্রæপের এইচডিএফসি ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA