• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

×

খুলনাঞ্চালে কৃষিতে আধুনিক ছোয়া, জমিচাষ ধান কাটা ও মাড়াই করতে আধুনিক যন্ত্রপাতি।

  • প্রকাশিত সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৬১ পড়েছেন

দেশ প্রতিবেদক :
খুলনাঞ্চলে কৃষিতে লেগেছে আধুনিক ছোয়া। এ অঞ্চলের কৃষকরা লাঙ্গলের পরিবর্তে এখন নানা প্রকার কৃষি যন্ত্র দিয়ে জমি চাষ, ফসল মাড়াই করছেন। এতে কৃষকের শ্রম মজুরী কম লাগছে এবং সময় বেছে যাচ্ছে। দুর্যোগ আসার আগেই কৃষক চাষাবাদ ও ফসল মাড়াই করে ঘরে তুলে পূরণ করছেন সোনালী স্বপ্ন। সরকার ৫০শতাংশ ভর্তুকিতে এই কৃষি যন্ত্র কৃষকের মাঝে সরবরাহ করছে। কৃষক নিজের চাহিদা পূরণ করে অন্যের জমি চাষ ও ফসল করে হাজার হাজার টাকা উপার্জন করছেন। এতে যন্ত্রের চাকার পাশাপাশি নিজের ভাগ্যের চাকা ঘুরছে। সূত্র জানিয়েছেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলা নিয়ে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চল। এই জেলায় সরকার ৪৪৬৯টি কৃষি যন্ত্র বিতরণ করছে। এর মধ্যে রয়েছে কম্বাইন হার্ভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ট্রাক্টর ও পাওয়ার থ্রেসার। বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে খুলনা জেলায় ৩৬২টি, বাগেরহাট জেলায় ১০৩৪টি, সাতক্ষীরায় ২৯২১টি এবং নড়াইলে ১৫২টি। সূত্র আরো জানান, কম্বাইন হার্ভেস্টার একটি আধুনিক কৃষিযন্ত্র যার সাহায্যে ফসল তোলার পাশাপাশি শস্য পরিস্কারের কাজ সহজে করা যায়। এই যন্ত্র দিয়ে ধান, সরিষা, সয়াবিন ও গম পরিস্কার করা হয়। কৃষকের শ্রম খরচ কম হয়। কম সময়ে ফসল তোলা হয়। রিপার হচ্ছে ধান ও গম কাটার সব চেয়ে সাশ্রয় ও কার্যকরী আধুনিক মেশিন। সরকার ভর্তুকিতে ধান ও গম কাটার এই মেশিন কৃষকের মাঝে বিতরণ করেছেন। ফলে শ্রমিক সংকট থেকে কৃষক বাঁচবে। কাঁদা মাটিতেও ধান কাটা ও সহজে ব্যবহার করা যায়। রাইস ট্রান্সপ্লান্টার একটি বিশেষায়িত মেশিন। যা দিয়ে ধানের চারা জমিতে রোপন করা যায়। কৃষি নির্ভর দেশে আধুনিক পদ্ধতি চারা রোপণ করা যায়। পাওয়ার টিলার জমি চাষ করা ও বীজ বপন করা যায় সহজে। এতে ফলন ভালো হয়। ট্রাক্টর এই বাহন কৃষি কাজের সার্বাধিক ব্যবহৃত হয়। ডিজিটাল লাঙ্গলখ্যাত একটি আধুনিক কৃষিযন্ত্রপাতি। অল্প সময়ের মধ্যে অনেক জমি চাষ করা হয়। পাওয়ার থ্রেসার এক প্রকার ধান মাড়াই মেশিন। আধুনিক প্রযুক্তির ছোয়ায় ধান দ্রুত মাড়াই করা যায়। এই কৃষিযন্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ বলেন, এখন কৃষিতে আধুনিক ছোঁয়া লেগেছে। কৃষক কৃষিযন্ত্র দিয়ে দ্রুত সময়ের মধ্যে জমি চাষ করা, ধান টাকা ও মাড়াইয়ের কাজ করছেন। ফলে দুর্যোগ আসার আগেই কৃষক তার স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে পারেন। এতে কৃষক শ্রমিক সংকট থেকে মুক্তি পায় ও অনেক টাকা সাশ্রায় হয়। এই কৃষিযন্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

 

ছবি সংগ্রহীতঃ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA