• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

×

কালিগঞ্জে মুকুন্দপুর বাগদি পাড়া খাল খনন সময়ের দাবী

  • প্রকাশিত সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩৮ পড়েছেন

দেশ প্রতিবেদক, সাতক্ষীরা :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন ১৪ টি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র খাল, মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর বাগদী পাড়া খালটি খনন করা এখন সময়ের দাবী। আনুঃ ২ কিলোমিটার দীর্ঘ এই খাল দিয়ে পাঁচ বাড়িয়া, মুকুন্দপুর, সেকেন্দার নগর, মথুরেশপুর, প্রবাজপুর, উজয়মারী, ঈশ্বরপুর, উকসা, গোবিন্দপুর, দাড়িয়ালা, বাগ দাড়িয়ালা, রতেœশ্বর পুর, চক সেকেন্দার নগর, কামারগাতী গ্রামের পানি নিষ্কাশন হয়। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন এই খালটি খনন না হওয়ায় খালটি মজে গেছে। বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই কৃষকের ধানের বীজ তলা, হাজার হাজার বিঘার ধান, সবজি, মৎস্য ঘের পানিতে তলিয়ে যায়। ক্ষতি হয় লক্ষ লক্ষ টাকার ফসল। পানি নিষ্কাশন না হওয়ায় উঠানে পানি জমে ক্ষতিগ্রস্ত হয় কাঁচা ঘরবাড়ি। খালটি খনন না করার কারণে ১৪ টি গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের কৃষক ও জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ইরি মৌসুমে শত শত বিঘা কৃষি জমি থাকে অনাবাদি।কারণ নিচের পানি লবণাক্ত থাকায় অগভীর নলক‚প ব্যবহার করে এই মৌসুমে ধান চাষ করা সম্ভব হয় না। খালটি খনন করলে মিষ্টি পানি সংরক্ষণ করে শত শত বিঘা জমিতে ইরি মৌসুমী ধান চাষ করা সম্ভব হবে, হাজারো কৃষকের মুখে হাসি ফুটবে। জানাযায় খালটি খননের জন্য উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বিএডিসি অধিদপ্তর খালটি খননের প্রস্তাব করিলে বিএডিসি কর্তৃপক্ষ খালটি খননের সিদ্ধান্ত গ্রহণ করে।কিন্তু একটি কুচক্রী মহল ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য খাল খনন বন্ধ করতে বিভিন্ন তদবির করে বেড়াচ্ছে। গ্রামবাসীরা খালটি খননের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA