• E-paper
  • English Version
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

×

খুমেক হাসপাতালের সামনে থেকে ৯টি দেশি অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৩৮ পড়েছেন

দেশ প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) জরুরি বিভাগের সামনে থেকে ৯টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা দুইটার দিকে বস্তাবন্দি অবস্থায় এগুলো উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে পুলিশ অস্ত্রগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি, তিনটি রামদা ও দুটি বটি। এ ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নগরীর সোনাডাঙ্গামডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।হাসপাতালের পরিচালক ডা. গৌতম কুমার পাল জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে বস্তাভর্তি অস্ত্রগুলো পড়ে ছিল। বস্তাটি সন্দেহজনক মনে হওয়ায় উপস্থিত লোকজন বিষয়টি হাসপাতালের সুপারভাইজার আব্দুর রহিমকে জানান। আব্দুর রহিম কয়েকজনকে সঙ্গে নিয়ে বস্তা খুলে দেশীয় অস্ত্র দেখতে পায়। পরে আব্দুর রহিম তাকে বিষয়টি অবহিত করলে সোনাডাঙ্গা থানা পুলিশকে জানানো হয়। পুলিশ এসে অস্ত্রগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।নগরীর সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অস্ত্র কে বা কারা সেখানে রাখলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিকী ছবি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA