• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

×

ফুলতলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৬৪ পড়েছেন

ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ বলেছেন, এক সময় এ দেশে সাড়ে ৭ কোটি মানুষ ছিল, এখন বৃদ্ধি পেয়ে ১৮ কোটিতে দাড়িয়েছে। সেই অনুপাতে কৃষি জমি বৃদ্ধি পাইনি। তাই আমাদের খাদ্য শষ্যের উৎপাদন তথ্য প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে। সে জন্য একই জমিতে বিভিন্ন ফসল ফলাতে হবে। তবেই আমরা কৃষিতে বিপ্লব ঘটাতে পারবো। কৃষকদের উন্নয়নের জন্য সরকার বিনামূল্যে সার, বীজ, কীটনাষক, ঔষধ সরবরাহ করে আসছে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন ক্ষমতা দ্বিগুন বৃদ্ধি করতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী দেশের কোথাও এক ইঞ্চি কৃষি জমি অনাবাদি থাকবে না। তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে বুধবার বেলা ১১টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাঃ রাজিয়া সুলতানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃণাল হাজরা, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, যুবলীগ নেতা রবিউল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহাসিন আলী, তাসমিনা সুলতানা, মঞ্জুরুল ইসলাম, চামেলী মল্লিক, শেখা মল্লিক, কৃষকলীগ নেতা সৈয়দ তুরাণ আলী, কাজী রিফাত হোসেন, মাইনুল ইসলাম চঞ্চল, কৃষক মোঃ বেলাল হোসেন প্রমুখ। এর পূর্বে এক র‌্যালী অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA