• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

×

সিটি মেয়র তালুকদার আঃ খালেকের রামপাল ক্যান্সার নির্মাণাধীন হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময়।

  • প্রকাশিত সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৫১ পড়েছেন
দেশ প্রতিনিধি, রামপালঃ
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র সাবেক মন্ত্রী তালুকদার আঃ খালেক বলেছেন আমাদের প্রাম অনেক আগে থেকে রামপাল সাধারণ মানুষের সেবায় কাজ করছে। তাদের সাথে রামপালের মানুষের একটা সুসম্পর্ক আছে। তারা দীর্ঘদিন ধরে ক্যান্সার চিকিৎসা নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি বরাদ্দ দিয়েছেন বলে আজ রামপালে একটি ক্যান্সার হাসপাতাল নির্মান হচ্ছে। এই হাসপাতালটি এক সময় খুলনায় করার জন্য জমির অনুসন্ধান করা হচ্ছিল। আমি জানতে পেরে এটি রামপালে নেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। এরই ফলশ্রুতিতে রামপালের ঝনঝনিয়ায় এই ক্যান্সার হাতপাতালটি হচ্ছে। তিনি বলেন এর পিছনে আমেরিকান নাগরিক ডাঃ রিচার্ড লাভের অবদান রয়েছে। পাশাপাশি এ হাসপাতালের পরিচালক রেজা সেলিমেরও যতেষ্ট অবদান আছে। তিনি উদ্যোগ নিয়েছিলেন বলে আজকের এই ক্যান্সার হাসপাতালটি গড়ে উঠেছে। তিনি বলেন এটি একটি সেবা মূলক প্রতিষ্ঠান। যারা একটি পরিচালনার দায়িত্বে থাকবে আপনাদের নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে। এ হাসপাতালটি পূর্নাঙ্গ ভাবে চালু হলে এই এলাকায় একটা পরিবর্তন আসবে। এটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করা যাবেনা। জনসেবা মুলক প্রতিষ্ঠানে পরিনত করতে হবে।
তিনি গতকাল ২ জুন রোববার সকাল ১০ টায় বাগেরহাট রামপাল উপজেলায় ঝনঝনিয়া বাজার সংলগ্ন আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার রিসোর্স সেন্টার পরিদর্শন করে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক কৃষকলীগ নেতা মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়। আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার প্রকল্পের পরিচালক রেজা সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আঃ রউফ, ক্যান্সার হাসপাতাল নির্মান প্রকল্প পরিচালক, জেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সবাজসেবা অফিসার শাহিনুর রহমান, প্রকল্প সভাপতি দেবাশীষ নাগ, জেলা পরিষদ সদস্য মনির আহম্মেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, ডাঃ সুকান্ত কুমার পাল, আরাফাত হোসেন কচি, আমাদের গ্রাম পরিচালক ইব্রাহিম মুছা, জুলফিকার আলী ভুট্টো, শরিফুল ইসলাম, শেখ হাফিজুর রহমান, শেখ সাদি প্রমুখ । সবশেষে তিনি একটি আম গাছের চারা রোপন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA