• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

×

সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৬৪ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি সংক্রান্ত্র প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয় কর্তৃক ফেরত দেওয়ার প্রতিবাদে এবং সম্মানী ভাতা বৃদ্ধির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মঙ্গলবার (৪ জুন) দুপর সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, সাবেক থানা কমান্ডার শফিক আহমেদ, সাবেক সহকারী কমান্ডার কামরুজ্জামান বাবুসহ অন্যান্যরা।

বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি সংক্রান্ত্র প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয় কর্তৃক ফেরত দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাবটি অত্যান্ত যৌক্তিক। অর্থ মন্ত্রণালয় যা করেছে সেটি খুবই দুঃখ জনক। তারা এসময় তাদের ভাতা বৃদ্ধির জন্য সরকারের কাছে জোর দাবী জানান। পরে তারা একই দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA