• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

×

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩০ পড়েছেন

প্রেস বিজ্ঞপ্তিঃ
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক ইঞ্জিনিয়ার তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বারর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি। যাতে তারা তাদের কার্যক্রম আরো বেগবান করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ডিভিশনকে আরো সমৃদ্ধ করার পরামর্শ বিষয়ে আলোকপাত করেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের বিশ্ববিদ্যালয় গুলিতে যাতে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার সমান হয় সে বিষয়ে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলি আগামিতে আন্তর্জাতিক পরিমন্ডলেআরো সুনাম বয়ে আনবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস,বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ তবিবার রহমান। টেকনিক্যাল পর্বে ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম। বিশ^বিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোঃ রউফ বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নাসিম আহমেদ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালকএস এম রিয়াজুর রশীদ, প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, প্রক্টর মোঃ আসাদুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার মরিয়ম আকতার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরবৃন্দ, সহকারি রেজিস্ট্রারগণ, কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন। পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA