• E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

×

পাইকগাছায় গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষ্যে ইউএনও’র প্রেস ব্রিফিং

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩২ পড়েছেন
স্নেহেন্দু বিকাশঃ
মুজিববর্ষ উপলক্ষে পাইকগাছায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত  ৫ম পর্বে ৩৫ টি আশ্রয়হীন পরিবার ঘর পাচ্ছেন। যা প্রধানমন্ত্রী সারা দেশের ন্যায় ১০ জুন গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
এ উপলক্ষে বুধাবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন তার কার্যালয়ে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেন। তিনি উল্লেখ করেন” বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা “মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ৫ম পর্যায়ে গড়ইখালীতে ৩৫টি আশ্রয়হীন পরিবার ঘর উপহার পাবেন। ইতোপুর্বে বিভিন্ন ধাপে উপজেলার বিভিন্ন স্থানে ৮৫৫ টি পরিবারের মাঝে গৃহপ্রদান করা হয়েছে। প্রেসব্রিফিং কালে,উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও আব্দুল বারি প্রমুখ। মতামত ব্যক্ত করেন রাখেন সাংবাদিক আ. আজিজ, এম মোসলেম উদ্দীন, বাবুল আক্তার,স্নেহেন্দু বিকাশ,এন নজরুল ইসলাম, আলাউদ্দীন রাজা, পূর্ণ চন্দ্র মন্ডল, কৃষ্ণপদ রায়, এফএম বদিউর জামান, শাহরিয়ার কবির, আশরাফুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA