বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের আয়োজনে গতকাল শনিবার সকাল দশটায় ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্ভোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ আলম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মিত্র। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ আসাদুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান শেখ ওবায়দুল রহমান, আ’লীগনেতা অনুপম মন্ডল, সার্ভেয়ার যথাক্রমে, সাকিরুল ইসলাম, মোহম্মদ ইব্রাহীম,অফিস সহকারী মোহম্মদ দেলোয়ার হোসেন, নাজির কাম ক্যাশিয়ার উজ্জ্বল বাইন,সায়রাত সহকারী জন্মজয় বিশ্বাস, সায়রাত সহকারী এস এম সারাফাত হোসেন, কম্পিউটার অপারেটর অনুরুদ্ধ ঘোষ, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা যথাক্রমে জগন্নাথ ঘোষ, কাজী রেজাউল হোসেন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহম্মদ আলমগীর কবির, মোহম্মদ আজিম, নিলুফা ইয়াসমিন, সারমিন সুলতানা, পারভেজ আলম প্রমূখ। এসময় প্রধান অতিথি বক্তৃতায় বলেন, স্মার্ট ভূমি সেবা পেতে হলে স্মার্ট নাগরিক হতে হবে। অর্থাৎ ভূমি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় জানতে হবে এবং আপনার দাবি কি সে বিষয়ে আপনাকে আগে বুঝতে হবে এবং সেই ভাবে কর্মকর্তাকে বুঝাতে হবে। এব্যাপারে স্কুল পর্যায়ে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের ভূমি সংক্রান্ত যাবতীয় জ্ঞান বিলিয়ে দিতে হবে। তা হল সকল উদ্দেশ্য সফল হবে। আগামী চৌদ্দই জুন পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী নামজারী, ২৩ এর ৩ ধারা কেস ও দাখিলা কাটা হবে। উপজেলা ভূমি অফিস, বটিয়াঘাটা ইউনিয়ন ভূমি অফিস, সুরখালী ভূমি অফিস ও বালিয়াডাঙ্গা ভূমি অফিস পৃথক পৃথক স্টলের মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি সেবা দিবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA