• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

×

সাতক্ষীরায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশিত সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৫ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

“স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত ভূমিসেবা সপ্তাহ’র উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ছাড়াও আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, আরডিসি মহিউদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা, ইসতিয়াক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক হুমায়ুন কবির এসময় বলেন, জেলায় ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা জানানো হলে সেবা সপ্তাহের স্টল থেকে তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা গ্রহন করা হবে। দালালদের রোধ করতে মূলত এই স্মার্ট ভূমিসেবা চালু করা হয়েছে। ৭ দিনের মধ্যে ভূমি সংক্রান্ত যেকোন সমস্যা সমাধান করা হবে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্যঃ ৮ জুন থেকে শুরু হওয়া এই ভূমিসেবা সপ্তাহ চলবে ১৪ জুন পর্যন্ত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA