• E-paper
  • English Version
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

×

ফুলতলায় যুবককে চোখ মুখ বেঁধে জবাইয়ের চেষ্টা হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৭ পড়েছেন

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ
ফুলতলায় পাওনা টাকা পরিশোধের কথা বলে রায়হান শেখ (১৮) কে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত পা বেঁধে ৩ র্দ্বুৃত্ত কর্তৃক জবাইয়ের চেষ্টা করে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া রায়হানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলেছে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফুলতলা বাজারের চায়ের দোকানদার ও আলকা গাড়োয়ান পাড়ার বাসিন্দা রাঙা মিয়ার পুত্র সাব্বির আহমেদ (২২) একই এলাকার দিন মজুর রবিউল শেখের পুত্র রায়হান শেখের সাথে লেনদেন ছিল। তারই জের ধরে পাওনা টাকা পরিশোধের কথা বলে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে সাব্বির তার ২ সহযোগি কৌশলে রায়হানকে পার্শ্ববর্তী একটি মাঠে নিয়ে হঠাৎ করেই গামছা দিয়ে তার চোখ মুখ ও হাত বেঁধে ছুরি দিয়ে তার গলা কাটতে থাকে। এ সময় তার আর্তচিৎকারে পার্শ্ববর্তী ইট ভাটার নৈশ প্রহরী ঘটনাস্থলে এগিয়ে আসলে দুর্বৃত্তরা রায়হানকে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে এলকাবাসি তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রায়হানের মাতা রিপা বেগম রোববার থানায় অভিযোগ করেছেন। ফুলতলা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে। তবে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসি জানায়, সাব্বির, রায়হানসহ উঠতি বয়সী কিছু তরুন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিকিকিনি করে আসছিল। তারই জের ধরে দেনা পাওনাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA