• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

×

নিজ জমি’র উৎপাদিত খাদ্যশস্য মাদ্রাসা ও অসহায়দের মাঝে বিতরণ করেন যুবনেতা-পলাশ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩৭ পড়েছেন
রূপসা প্রতিনিধিঃ
রাইয়ান এগ্রো ফিসারিজের উৎপাদিত খাদ্যশস্য অসহায় মানুষের মাঝে বিতরণ করেন মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ।
১১জুন,মঙ্গলবার বেলা ১১টায় তেরখাদার শ্রীপুরে অবস্থিত খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের মালিকাধীন রাইয়ান এগ্রো ফিসারিজের উৎপাদিত খাদ্যশস্য রূপসা,তেরখাদা,দিঘলিয়ার বিভিন্ন মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
রূপসার রাজাপুর সালেহিয়া ইউসুফিয়া মাদ্রাসা,ভবানীপুর হাফেজিয়া মাদ্রাসা।দিঘলিয়ার হাজীগ্রাম হাতেমিয়া বাহারুল উলুম মাদ্রাসা।তেরখাদার নূরে মদিনা কওমী মহিলা মাদ্রাসা এবং শ্রীপুরের শেফালী বালা,বলরামপুরের মনিমোহন,মথুরাপুরের রেকসোনা,আমতলার সালমা বেগমের মাঝে এ খাদ্যশস্য বিতরণ করা হয়।খাদ্যশস্য দেয়ার পাশাপাশি তাদের পরিবহণ খরচ দেয়া হয়। রাইয়ান এগ্রো ফিসারিজের স্বত্বাধিকারী সফিকুর রহমান পলাশ নিজ উপস্থিত থেকে বিভিন্ন মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে এ খাদ্যশস্য বিতরণ করেন।বিতরণ কালে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাহিরুল হক মাহির,আজমির,আহাদ কালু,ইমরান হোসেন, শুভংকর রায়,হাসান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA