• E-paper
  • English Version
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

×

খুলনায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩২ পড়েছেন

দেশ প্রতিবেদকঃ
খুলনায় এম সোহেল আরমান (৩৮) নামে এক ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আটক করা হয়েছে। গত সোমবার গভীর রাতে নগরীর বৈকালী এলাকা থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে । সোহেল আরমান বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ডুবি গ্রামের মো. আবুল ফজলের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে কেএমপির ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেএমপির ডেপুটি কমিশনার (ডিবি) মো. নুরুজ্জামান। মো. নুরুজ্জামান জানান, গত ৮ জুন সোহেল আরমান নগরীর ডাকবাংলো এলাকায় একটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জেলা প্রশাসন জানায়, ওই দিন সংশ্লিষ্ট এলাকায় তাদের কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনি। ওই সূত্র ধরে মাঠে নামে কেএমপির গোয়েন্দা শাখার সদস্যরা। পরে প্রতারক সোহেল আরমানকে আটক করা হয়। ডিবি প্রধান নুরুজ্জামান আরো জানান, আটক করার পর সোহেল আরমানের কাছ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সিল, জরিমানা বা কারাদ- দেওয়ার রশিদ বই, অভিযোগ গঠন ফর্মসহ ব্যবহৃত বিভিন্ন জিনিস জব্দ করা হয়েছে। গত দুই মাসে সোহেল আরমান ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করেছে। এই প্রতারক চক্রের সঙ্গে আর কারা করা সম্পৃক্ত আছে- সেটিও খোঁজা হচ্ছে। তার বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ডিবির উপ-কমিশনার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA