• E-paper
  • English Version
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

×

ফুলতলায় কোরবানির প্রায় ৩ হাজার পশু বিক্রির প্রস্তুতি সম্পন্ন

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৫ পড়েছেন
প্রতিকি ছবি

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ
ফুলতলা উপজেলায় ৪টি ইউনিয়নে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে খামারীদের সকল প্রস্তুতি সম্পন্ন। খামারীরা ইতোমধ্যে কোরবানির জন্য ব্যাপক ব্যস্ত সময় পার করেছেন। উপজেলায় ছোট বড় মিলে দুগ্ধজাত ও মোটাতাজা করণ খামার রয়েছে প্রায় ৫১০ টির উপরে। এবং ছাগল ও ভেড়ার খামার রয়েছে প্রায় ৩ শতাধিক। এসব খামারে ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত রয়েছে ৩ হাজার ১শ ৫৪টি গবাদি পশু। যাহা চাহিদার তুলনায় বেশি। খামারীরা জানিয়েছে, রাসায়নিক খাবারের পরিবর্তে খামারের পশু গুলোকে প্রাকৃতি খাবার ভূষি, খৈল ও খাস খাইয়েই মোটাতাজা করণ করা হচ্ছে। উপজেলা প্রাণি সম্পদ অফিস সূত্র জানায়, চলতি বছর ফুলতলা উপজেলায় কোরবানির জন্য পশুর চাজিদা রয়েছে প্রায় ২ হাজার ৮শ।কিন্তু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে ৩ হাজার ১শ ৫৪টি গবাদি পশু। ফলে এবার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী হাট বাজারে ইতোমধ্যে সরবরাহ করা শুরু হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের পক্ষ থেকে ইতোমধ্যে অনলাইনেও প্রচার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও ব্যক্তিগত পর্যায়ে গ্রাম গঞ্জের প্রায় বাড়িতে ১ থেকে ৫টি গরু, ছাগল ও ভেড়া বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। খামারী বাবলু বিশ্বাস জানান, বেশ কিছু দিন পূর্ব থেকে শুরু করে কোরবানির পশু তৈরী করার কাজ শেষ পর্যায়ে। বেচা বিক্রিও চলছে। আগামী ৫ দিন পর ঈদ। ফুলতলায় যে পরিমান দেশি পশু প্রস্তুত রয়েছে তা দিয়ে ফুলতলা উপজেলার সকল মানুষের কোরবানির চাহিদা মেটানো সম্ভব।

অনেক খামারী জানান, পশুদের খাবার হিসেবে কাঁচা ঘাস, ভুট্টা, খৈল ও ধানের কুড়াসহ প্রকৃতি খাবার দিয়েই কোরবানির গরু প্রস্তুত করা হয়েছে। ফলে পশু খাদ্যের দাম তুলনামূলক একটু বেশি হওয়ায় পশুর দামও একটু বেশি। প্রকৃতপক্ষে খারামীরা খরচ অনুযায়ী সঠিক মূল্য পাচ্ছে না। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুমাইয়া ইয়াসমিন জানান, কোরবানি উপলক্ষে ইতোমধ্যে আমরা অনলাইনের মাধ্যমে প্রচার শুরু করেছি। ফুলতলায় সপ্তাহে রবিবার ও বুধবার নিয়মিত হাট বসে। চাহিদার চেয়েও অতিরিক্ত পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। উপজেলার চাহিদা মেটানোর পরও বাইরে সরবরাহ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA