• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

×

প্রধানমন্ত্রীর প্রণোদনার নারিকেল চারা পেল ৪ হাজার পরিবার

  • প্রকাশিত সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৯ পড়েছেন

শরণখোলা (বাগেরহাট):
দেশে নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনা কর্মসূচীর আওতায় বাগেরহাটের শরণখোলায় চার হাজার নারিকেল চারা বিতরণ করা হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের মোট ৮শ পরিবারকে এই চারা দেওয়া হয়। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে বুধবার (১২ জুন) দুপুরে এই চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ’র সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমতিয়াজ উদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা মশিউল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান, মাহবুব হাসান প্রমুখ।

কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনার মাধ্যমে দেশের কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার নারিকেলের উৎপাদন বৃদ্ধিও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে পাঁচটি করে চার হাজার নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: BD IT SEBA